• " />

     

    রোহিঙ্গা সংকটের কারণে সিদ্দিকুরের মায়ানমার ওপেন 'বয়কট'

    রোহিঙ্গা সংকটের কারণে সিদ্দিকুরের মায়ানমার ওপেন 'বয়কট'    

    প্রাইজমানি ছিল ৬ কোটি টাকার ওপরে। যেকোনো গলফারের জন্যই নিঃসন্দেহে এটা যথেষ্টই আকর্ষণীয়! তবে মানবতার খাতিরেই ‘লিওপ্যালেস ২১ মায়ানমার ওপেন’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। রোহিঙ্গা সংকটের কারণে মায়ানমারে খেলতে যেতে রাজি হননি তিনি।

     

     

    রোহিঙ্গাদের সমর্থন করেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন, জানালেন সিদ্দিকুর, ‘আমি রোহিঙ্গাদের পক্ষে। এই কারণেই মায়ানমার যাচ্ছি না। একজন মুসলিম হিসেবে আমি সেখানে যেতে নিরাপদ বোধ করছি না, খানিকটা অস্বস্তিও লাগছে।’

    আজ থেকে রেঙ্গুনে শুরু হচ্ছে মায়ানমার ওপেন।