• " />

     

    কাল শুরু হচ্ছে স্কুল ক্রিকেটের নতুন মৌসুম

    কাল শুরু হচ্ছে স্কুল ক্রিকেটের নতুন মৌসুম    

    ২০১৬-১৭ মৌসুমের স্কুল ক্রিকেট থেকে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছিল যথাক্রমে ১৪ ও ১৫ জন ক্রিকেটার। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও শুরু হচ্ছে স্কুল ক্রিকেট। আগামীকাল থেকে সারা দেশে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের’ ২০১৭-১৮ মৌসুম। এবারের আসরে অংশ নিচ্ছে দেশের ৫৫৪ টি স্কুলের ১১ হাজারেরও বেশি স্কুল ক্রিকেটার।

     

     

    এই টুর্নামেন্টে জেলা পর্যায়ে হবে মোট ৯১৫টি ম্যাচ। এবার সর্বোচ্চ ১৩০ টি স্কুল অংশ নিচ্ছে ঢাকা বিভাগ থেকে। চট্টগ্রাম বিভাগ থেকে অংশ নেবে ৯২ টি স্কুল, খুলনায় এটার সংখ্যা ৮৪, রাজশাহী ও রংপুরে অংশ নেবে ৬৮ টি স্কুল। জেলা চ্যাম্পিয়নদের নিয়ে হবে বিভাগীয় পর্যায়ের খেলা। ৭ বিভাগীয় ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। সব মিলিয়ে এই টুর্নামেন্টে ওয়ানডে ফরম্যাটে হবে ৯৭৯ ম্যাচ।

    বিসিবি পরিচালক তানজিল চৌধুরী আশা করছেন, এবারো এই টুর্নামেন্ট থেকে উঠে আসবেন উদীয়মান ক্রিকেটাররা, ‘স্কুল ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে গেলো তিন বছর ধরে আমাদের সাথে কাজ করছে প্রাইম ব্যাংক। প্রতি বছরই ক্ষুদে ক্রিকেটারদের আগ্রহ বাড়ছে, সেটি আমরা টের পাচ্ছি। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই স্কুল ক্রিকেটের মধ্য দিয়ে উঠে এসেছে।’

    টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ ভবিষ্যতেও স্কুল ক্রিকেটের পাশে থাকার আশ্বাস দিলেন, ‘দেশের ক্রিকেট উন্নয়নে বরাবরই ভূমিকা রেখেছে প্রাইম ব্যাংক। তৃনমূলের ক্রিকেট উন্নয়নে গত ৩ বছর ধরে আমরা স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করছি। এ বছর আমরা ঢাকা-চট্টগ্রামসহ দেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোতে শিক্ষার্থীদের ক্রিকেটের প্রতি আরও আগ্রহী করতে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছি।’