• " />

     

    সন্তান হারিয়েও নেমে পড়লেন ফুটবল মাঠে!

    সন্তান হারিয়েও নেমে পড়লেন ফুটবল মাঠে!    

     

    শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়লেন। ইরাকের ক্লাব নাফত মায়সানের গোলরক্ষক আলা আহমেদের এই অবস্থা দেখে প্রতিপক্ষ আল শর্টার ফুটবলাররা তো বটেই, অবাক তার সতীর্থরাও! হঠাৎ কী কারণে এমন কান্না? পড়ে জানা যায়, ম্যাচের আগের রাতেই ছেলে সন্তানকে হারিয়েও খেলতে নেমেছিলেন আলা!

     

     

    গত বৃহস্পতিবার রানে মারা যায় আলার ছেলে। খবরটা জানার পর ভেতরে ভেতরে ভেঙে পড়লেও সেটা জানাননি টিম ম্যানেজমেন্টকে। ম্যাচের সময়েও ছিলেন স্বাভাবিক। শেষ পর্যন্ত অবশ্য নিজের আবেগকে ধরে রাখতে পারেননি তিনি।

    খেলা শেষ হওয়ার পর ছেলে হারানোর শোকে অঝোরে কাঁদতে থাকেন আলা আহমেদ। সতীর্থরা তাঁদের সান্ত্বনা দিচ্ছলেন প্রতি মুহূর্তে। কিন্তু তাতে কি ছেলে হারানোর ব্যথা কমে?

    এরকম শোক বুকের ভেতরে চেপে রেখেও পুরো ৯০ মিনিট খেলেছেন। আলার এই ‘পেশাদারিত্বে’ মুগ্ধ সবাই।