• দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ
  • " />

     

    'ভারতের বিপক্ষে মার্করামকে অধিনায়ক করা ভুল ছিল'

    'ভারতের বিপক্ষে মার্করামকে অধিনায়ক করা ভুল ছিল'    

     

    অভিষেকের ৫ মাসও পূর্ণ হয়নি, একমাত্র ওয়ানডেটি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। অধিনায়ক ফাঁফ ডু প্লেসির ইনজুরির কারণে দায়িত্বটা অপ্রত্যাশিতভাবেই এসেছিল ২৩ বছর বয়সী এইডেন মার্করামের কাঁধে। ভারতের বিপক্ষে অধিনায়কত্বের অভিষেকটা সুখকর হয়নি তার, দক্ষিণ আফ্রিকা সিরিজ হেরেছে ৫-১ ব্যবধানে। সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন, এরকম গুরুত্বপূর্ণ সিরিজে মার্করামকে অধিনায়ক করা উচিত হয়নি।

     

     

    ৬ ম্যাচে ২১ গড়ে করেছেন মাত্র ১২৭ রান। অধিনায়ক হওয়ার চাপটা যে মার্করামের ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে, সেটা অনেকটাই প্রমাণিত। শুরু থেকেই তরুণ একজন ক্রিকেটারকে এত বড় দায়িত্বটা দেওয়ার পক্ষপাতী ছিলে না স্মিথ, ‘সিদ্ধান্তটা  সঠিক ছিল না। সবাই তার অধিনায়কত্ব নিয়ে কথা বলছে। আমাকেও খুব বয়সে অধিনায়ক করা করেছিল। চাপটা আমি বুঝি। তাকে আরও অনেক সময় দেওয়া উচিত ছিল এরকম দায়িত্ব নেওয়ার আগে।’

    মার্করাম না হলে কে? স্মিথ মনে করেন, এগিয়ে আসা উচিত ছিল এবি ডি ভিলিয়ার্সের মতো সিনিয়র সদস্যদের, ‘তিন ম্যাচ পর ফিরে এবি তো দায়িত্ব নিতে পারত। আমলা, ডুমিনির মতো সিনিয়ররাও ছিল। তাঁদের অধীনে খেললে মার্করামের অভিজ্ঞতাও বাড়ত। এখন তো ভয় হচ্ছে যে এরকম পরাজয়ের পর মার্করামের আত্মবিশ্বাস না কমে যায়!’