• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    তাসকিনদের ক্যাম্পে ডাক পেলেন আনকোরা হোসেন আলী-রবিউলরা

    তাসকিনদের  ক্যাম্পে ডাক পেলেন আনকোরা হোসেন আলী-রবিউলরা    

    ক্যাম্পটা শুরু হওয়ার কথা ছিল এক দিন পর। কিন্তু ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা সেটি এগিয়ে নিয়ে এলো। আগামীকাল শুক্রবার থেকেই মিরপুরে শুরু হচ্ছে ১৯ জনকে নিয়ে বিশেষ প্রস্তুতি ক্যাম্প। ১৪ জন পেস বোলারের সঙ্গে সেখানে থাকছেন ৫ জন ব্যাটসম্যানও। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ থাকছেন দায়িত্বে।

    ত্রিদেশীয় ও টেস্ট সিরিজে থাকা পেসাররা যেমন আছেন, দলে ডাক পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখও। তাসকিন অনেক দিন ধরেই দলের বাইরে ছিলেন, তিনি আবার ডাক পেয়েছেন দলে। তরুণ কাজী অনীক, হাসান মাহমুদ, খালেদ আহমেদরাও আছেন। হোসেন আলী ও মোহাম্মদ রবিউলের মতো আনকোরা পেসাররাও আছেন। গত বার বিপিএলে রাজশাহী কিংসের হয়ে নজর কেড়েছিলেন হোসেন আলী। আর ১৮ বছর বয়সী পেসার রবিউলের এবার লিস্ট এ তে অভিষেক হয়েছে শেখ জামালের হয়ে, প্রথম তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।

    কাল থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে ৩ মার্চ পর্যন্ত। ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় শুরু হবে ভারতকে নিয়ে তিন জাতির টি-টোয়েন্টির টুর্নামেন্ট নিদাহাস কাপ।

     

    ১৪ জন বোলারঃ তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, সাইফ উদ্দিন, রুবেল হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ রবিউল, খালেদ আহমেদ, কাজী অনিক ও হোসেন আলী  

    ৫ জন ব্যাটসম্যানঃ ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক, জাকির হাসান, সাব্বির রহমান।