• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    পদত্যাগই করলেন হ্যালসল

    পদত্যাগই করলেন হ্যালসল    

    পদত্যাগ করেছেন জাতীয় দলের সহকারি কোচ রিচার্ড হ্যালসল। বিসিবি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, তারা হ্যালসলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর আগে চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের ভারপ্রাপ্ত কোচ ছিলেন তিনিই।  তবে এরপর ‘ছুটি’তে যাওয়ায় নিদাহাস ট্রফিতে দলের সঙ্গে ছিলেন না তিনি। বিসিবিও তার বিভিন্ন কাজে খুব একটা সন্তুষ্ট ছিল না বলেই জানা গিয়েছিল। এখন আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে গেল তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের প্রায় ৪ বছরের সম্পর্ক। ২০১৯ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার।

    বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি বলেছেন, ‘রিচার্ড অফিশিয়ালি তার পদত্যাগপত্র জমা দিয়েছে। আমরা বুঝতে পারছি, পারিবারিক কারণে তার এই সিদ্ধান্ত, তার অসুস্থ বাবার পাশে সে থাকতে চায়। বোর্ড তার প্রাধান্যকে সম্মান করে, এবং পদত্যাগপত্র গ্রহণ করেছে।’ 

    ‘গত চার বছরে জাতীয় দলের অনেক সাফল্যে রিচার্ড অবিচ্ছেদ্য একজন সদস্য ছিল। বোর্ড তাকে বাংলাদেশ ক্রিকেটের অবদানের জন্য ধন্যবাদ জানায়, তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।' 

    বিসিবিকে ধন্যবাদ জানিয়ে হ্যালসল এক বার্তায় বলেছেন, ‘আমি বোর্ডকে জাতীয় দলে দারুণ চারটি বছরের জন্য ধন্যবাদ জানাই। আমি অসাধারণ কিছু সহকর্মীর সঙ্গে কাজ করেছি, আমার ক্যারিয়ার তৈরী ও উন্নত করতে অনেক সুযোগ-সুবিধা পেয়েছি।’       

    ‘আমি সবসময়ই আমার পরিবারকে সাদরে গ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ের দারুণ স্মৃতি সবসময়ই আমার সঙ্গে থাকবে। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করা কখনোই ভুলব না, তাদেরকে ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।’  

    ২০১৪ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলের ফিল্ডিং উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন এই জিম্বাবুইয়ান। এরপর তিনি হয়েছিলেন বাংলাদেশের সহকারি কোচ। তার আগে ইংল্যান্ডের সহকারি কোচ ছিলেন হ্যালসল, ছিলেন কাউন্টি দল সাসেক্সের কোচিং প্যানেলেও। 

    যার সহকারি কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন হ্যালসল, এর আগে সেই হাথুরুসিংহেও পদত্যাগ করেছেন প্রধান কোচের পদ থেকে। এরপর থেকেই শূন্য আছে সে পদও। নিদাহাস ট্রফিতে হেড কোচের খন্ডকালিন দায়িত্ব দেওয়া হয়েছিল বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।