'মাশরাফির অভাব তো রাতারাতি পূরণের নয়'
টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফেরানোর চেষ্টা করছে বিসিবি, কদিন আগেই জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এটাকে যথাযথ কর্তৃপক্ষের হাতে ছেড়ে দিয়ে বলছেন, মাশরাফির মতো ক্রিকেটারের অভাব রাতারাতি পূরণ করা যাবে না।
‘এটা আসলে যারা দায়িত্বে আছেন তাদের ব্যাপার। এটা মাশরাফি ও নির্বাচকরাই ভেবে বের করবেন, বাংলাদেশ ক্রিকেটের এই সময়ে সে সাহায্য করার জন্য কী দায়িত্ব পালন করতে পারে। আমি নিশ্চিত, যদি তাকে কিছু করতে বলা হয় এবং সে এটা করার কথা চিন্তা করে, তবে সে ঠিক জিনিসটাই করবে’, মিরপুরে বিশেষ প্রস্তুতি ক্যাম্পে বলেছেন ওয়ালশ।
‘মাশরাফির অভাব তো রাতারাতি পূরণ করা যাবে। সে দক্ষ ও অভিজ্ঞ। এখনকার তরুণরা সে পর্যায়ে যেতে পারবে, তবে সময় লাগবে। কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুতি নিতে হবে, দক্ষতা বাড়াতে হবে। আমরা কিছু তরুণ বোলার খুঁজে বের করতে চেষ্টা করছি। আর মাশরাফি খুবই মেধাবি একজন ক্রিকেটার।’
শুধু টি-টোয়েন্টি নয়, ত্রিদেশীয় সিরিজের ওয়ানডেতেও পেসাররা চাওয়া পূরণ করতে পারেনি বলে মনে করেন ওয়ালশ, ‘সংক্ষিপ্ত সংস্করণে এটা বেশী ফুটে ওঠে। এটা বেশী আক্রমণাত্মক ধরনের ফরম্যাট। শেষ কিছু ম্যাচে পেসারদের আমরা যেখানে দেখতে চেয়েছিলাম, তারা ঠিক সেখানে ছিল না। সেসব বিষয়ে উন্নতি করতে পারলে আমাদের জন্যই ভাল হবে।’