বোলিংয়ে উজ্জ্বল মুস্তাফিজ, নাটকীয় ধসে হারল তার দল
মুলতান সুলতানস ১৭৯/৫ (সাঙ্গাকারা ৬৩, মুস্তাফিজ ২/২২)
লাহোর কালান্দারস ১৩৬ অল-আউট, ১৭.২ ওভার (ফখর ৪৯, জুনাইদ ৩/২৪, তাহির ৩/২৭)
ফল- মুলতান ৪৩ রানে জয়ী
তামিম পিএসএলের প্রথম ম্যাচে করেছেন ১১ বলে ১১। মুলতানের সঙ্গে নিজের প্রথম ম্যাচে লাহোরের হয়ে খেলা মুস্তাফিজ থাকলেন বেশ উজ্জ্বল, ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে নাটকীয় এক ধসে ম্যাচ হেরেছে মুস্তাফিজের দল লাহোর কালান্দারস। শেষ ৭ উইকেট তারা হারিয়েছে মাত্র ৪ রানে, জুনাইদ খান করেছেন হ্যাটট্রিক। অথচ ৬ উইকেটে ৩০ বলে ৪৮ রান দরকার ছিল লাহোরের!
টসে হেরে ফিল্ডিংয়ে নামা লাহোর শেষ দুই ওভারে দিয়েছে মাত্র ১৩ রান। ১৯তম ওভারে মুস্তাফিজ দিয়েছেন ৩। প্রথম উইকেট পেয়েছেন যে ওভারে, সেটায় অবশ্য গুণেছেন ১০। তবে সেটা ছাপিয়ে গেছে কুমার সাঙ্গাকারার উইকেটে। লেংথ বদলিয়ে সাঙ্গাকারারে পুলে প্রলুব্ধ করেছিলেন, সেটাই উঠেছিল ক্যাচ।
মুস্তাফিজের প্রথম উইকেটও এসেছে শর্ট বলেই। ডাউন দ্য লেগে পুল করতে চেয়েছিলেন আহমেদ শেহজাদ, ধরা পড়েছেন উইকেটকিপারের কাছে। এ উইকেটটা রিভিউ নিয়ে পেয়েছিল লাহোর। ৫ম ওভারে প্রথম বোলিং করতে এসেছিলেন মুস্তাফিজ, দিয়েছিলেন ৬ রান।
সাঙ্গাকারার ৪৪ বলে ৬৩, শেহজাদের ৩৩ বলে ৩৮ রানের পর শোয়েব মালিকের ২৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ১৭৯ রানে পৌঁছায় মুলতান। মুস্তাফিজের ২ উইকেট ছাড়া একটি নিয়েছেন ইয়াসির শাহ, ২৭ রান দিয়ে। বাকি দুইটি হয়েছে রান-আউট।
১৮০ রানের লক্ষ্যে পথেই ছিল লাহোর। প্রথম ১০ ওভারে ৯১ রান উঠেছে ২ উইকেটে। ২০ বলে ২৬ করে আউট হয়েছেন সুনীল নারাইন। ফাখার জামানের সঙ্গে এরপর উমর আকমলের ৬৫ রানের জুটি। ১৫তম ওভারে ১৫ রান নিয়ে রান-বলের ব্যবধান বেশ কমিয়েছিলেন সোহেল আখতার, তবে কাইরন পোলার্ডের সে ওভারেই ফেরেন ফখর, ৪৯ রানে।
এরপরই নাটকীয় ধস। প্রথমে ইমরান তাহির এক ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, পরের ওভারে জুনাইদ করেছেন হ্যাটট্রিক। ১৮তম ওভারে শিহান শাহ আফ্রিদিকে আউট করে ম্যাচ শেষ করেছেন ইমরান তাহিরই, ওপারে শুধু চেয়ে চেয়ে দেখেছেন মুস্তাফিজ।