পাঁচ মাস পর ফিরছেন স্টোকস
মাঝরাতে পানশালার বাইরে তরুণকে ঘুসি মারার দায়ে প্রায় ৫ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন। ক্লাব ক্রিকেটে ফিরলেও অ্যাশেজসহ বেশ কয়েকটি সিরিজে খেলতে পারেননি বেন স্টোকস। অবশেষে এই কয়েক মাসের অপেক্ষার অবসান হচ্ছে। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের মাধ্যমেই ফিরতে পারেন এই ইংলিশ অলরাউন্ডার।
প্রথম ওয়ানডেতে স্টোকসের খেলা নিয়ে সামান্য শঙ্কা রয়েছে শুধু তার ফিটনেসের কারণে। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান অবশ্য তার ফেরার ব্যাপারে পুরোপুরি আশাবাদী,‘অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও সে মাঠে নামার জন্য একদম প্রস্তুত। কিছু ফিটনেসের ব্যাপার রয়েছে এখনো, ম্যাচের দিন সকালেই সেটা নিশ্চিত করবেন ফিজিও। তবে যত সময় যাবে, আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে সে। তাকে আমরা বেশ কয়েকটি সিরিজে পাইনি। স্টোকস দলে ফেরায় আমরা সবাই খুশি। তার উপস্থিতি দলের শক্তি বাড়াবে, আত্মবিশ্বাসের যোগানও দেবে।’
মাঠের বাইরের পুলিশি ঝামেলা নিয়ে কম হ্যাপা পোহাতে হয়নি স্টোকসকে। মরগান জানালেন, ওসব ভুলেই খেলার মাঠে নামবেন স্টোকস, ‘পেশাদার খেলোয়াড়ের স্বভাব হচ্ছে তিনি যখন মাঠে নামেন তখন বাইরের সবকিছু ভুলে যান। স্টোকসও খেলার সময় অতীতে ঘটা ওসব ব্যাপার মাথায় আনবে না বলেই আমার বিশ্বাস।’