খালেদ মাহমুদ মনে করছেন, মাশরাফি নাও ফিরতে পারেন
মাশরাফি বিন মুর্তজা ফিরছেন, নাকি ফিরছেন না?
কোটি টাকার প্রশ্নই বটে। টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন এক বছর আগে, কিন্তু তাঁকে আবার ফিরে পাওয়ার আকুতিটা বরং পেয়েছে। এই শ্রীলঙ্কা সিরিজে দুই টি-টোয়েন্টিতে যেভাবে পেসাররা বল করেছে, তাতে সেই দাবিটা আরও জোরালো হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো সরাসরিই বলেছেন, তিনি অনুরোধ করলে মাশরাফি তা ফেলতে পারবেন না। তবে খালেদ মাহমুদ সুজন মনে করছেন, মাশরাফি নাও ফিরতে পারেন।
এক বছর আগে অনেকটা ক্ষোভ থেকেই টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন মাশরাফি। এরপর অনেকবারই তাঁকে ফেরানোর কথা উঠেছে, তিনি প্রতিবারই না বলে দিয়েছেন। এবার নতুন করে যখন কথাটা উঠল, এখনও প্রকাশ্যে নিয়ে কিছু বলেননি মাশরাফি। তবে সুজন গুটিটা ঠেলে দিচ্ছেন তাঁর দিকেই। নতুন বলে যে মাশরাফি এখনো দারুণ, সেটাও বলেছেন।
‘যেহেতু ও অবসর ঘোষণা করেছে তাই ব্যাপারটা সম্পূর্ণ ওর উপর। যদি ও খেলতে চায় তাহলে বোর্ডকে জানাতে হবে, নির্বাচনের বিষয়টা আমরা চিন্তা করবো। ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে নতুন বলে। আমরা সবাই জানি নতুন বলে পাওয়ার প্লেতে আমাদের বোলিংটা ভালো হচ্ছে না। বিশেষ করে টি-টুয়েন্টিতে এমনকি ওয়ানডেতেও ও অপ্রতিরোধ্য প্রতি ম্যাচেই ভালো খেলছে।’
কিন্তু এটা নিয়ে কি খালেদ মাহমুদের সঙ্গে মাশরাফির কথা হয়েছে? বাংলাদেশ দলের অঘোষিত কোচ এবার সোজাসাপটাই বলে দিলেন, ‘আমি ওকে বলেছিলাম ইতিবাচক চিন্তা করতে। তবে আমার মনে হয়না ও ফিরে আসতে চাইবে। ও অবসর নিয়েছে সেখান থেকে ফিরে আসবে কি না এটা বড় ব্যাপার। যদি আসে তবে খুবই ভালো । যদি না আসে তাহলে ওর সিদ্ধান্তকে অবশ্যই সন্মান করি। ও যে সিদ্ধান্ত নিবে সেটা ওর ভালো এবং দেশের ভালোর জন্যই নিবে।
নাজমুল হাসান অবশ্য সেদিন বলেছিলেন, মাশরাফি টেস্টে ফিরতে চান। সেই প্রসঙ্গ মনে করিয়ে দেওয়া হলে খালেদ মাহমুদ অবশ্য তা একরকম এড়িয়েই গেলেন।
‘এটলিস্ট আমি এটা বলতে পারি আমার সাথে হয়নি (টেস্টে ফেরা নিয়ে)। যদিও এটা খুব ইন্টারেস্টিং যে ও বেশ কিছু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে। আমিও অনেক খুশি ও খেলেছে। অনেক সময় ও খেলতে পারে না। ইনজুরির জন্য খেলতে পারে না কিংবা বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকার কারণে পারে না। এবার খেলেছে এবং সেখানে সে ভালো পারফরমও করেছে। আমি জানিনা সামনে আসলে টেস্ট ম্যাচে মাশরাফি আসলে কি চায় কি চাচ্ছে আমি জানিনা। তবে আমি খুব খুশি যে সে এখনও ওয়ানডে ক্রিকেটে এখনো সে বড় একজন প্রতিযোগী।’