• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    নিদাহাস ট্রফিতে নেই কোহলি-ধোনি-পান্ডিয়া

    নিদাহাস ট্রফিতে নেই কোহলি-ধোনি-পান্ডিয়া    

    বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে নিদাহাস ট্রফি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও মাহেন্দ্র সিং ধোনিকে। সঙ্গে পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ, অলরাউন্ডার হারদিক পান্ডিয়া ও স্পিনার কুলদীপ যাদবও নেই। 

    কোহলির জায়গায় নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, তার সহকারি শিখর ধাওয়ান। দলে এসেছেন উইকেটকিপার ঋশাভ পান্ট, অলরাউন্ডার বিজয় শংকর ও ওয়াশিংটন সুন্দর, ব্যাটসম্যান দীপক হুডা ও পেসার মোহাম্মাদ সিরাজ। 

    পরিশ্রম ও সামনের সূচী মাথায় রেখেই স্কোয়াড করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকদের চেয়ারম্যান এমএসকে প্রসাদ। ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়েছে গতকাল, যেখানে তারা খেলেছে তিনটি টেস্ট, ছয়টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। পান্ডিয়া যেমন প্রতিটি ম্যাচই খেলেছেন, কোহলি ও বুমরাহ মিস করেছেন শুধু একটি করে টি-টোয়েন্টি। পেসারদের শরীর ঠিক রাখতে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে, আর ধোনি বিশ্রামের জন্য অনুরোধ করেছেন। 

    ঘরোয়াতে সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন পান্ট। ভারতের হয়েছে ২০১৭ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছিলেন তিনি শেষ। হুডা ও শংকর ভারতের ‘এ’ দলের নিয়মিত সদস্য। আর দক্ষিণ আফ্রিকা সফরের আগে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের দলে ছিলেন সুন্দর ও সিরাজ। 

    মার্চের ৬ তারিখে শুরু হবে নিদাহাস ট্রফি। ফাইনাল সে মাসেরই ১৮ তারিখ। 


    ভারতীয় স্কোয়াড 
    রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনীশ পান্ডে, দীনেশ কার্তিক, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, যুঝভেন্দ্র চাহান, আক্সার প্যাটেল, বিজয় শংকর, শারদুল ঠাকুর, জয়দেব উনাডকট, মোহাম্মদ সিরাজ, ঋশাভ পান্ট।