'নতুন বা পুরনো বলে মাশরাফি ভাই-ই সেরা'
প্রস্তুতি ক্যাম্পে মাশরাফি বিন মুর্তজা নেই। ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন আবাহনীর হয়ে, সেখানেও প্রায় প্রতি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন। তবে না থেকেও যেন আছেন ভালোমতোই্ আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বিরা যেমন বললেন, মাশরাফির বিকল্প তৈরি হয়নি এখনো।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথার পরেই উঠেছিল গুঞ্জন। টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফেরার জন্য তিনি অনুরোধ করলে ফেলতে পারবেন না মাশরাফি, কথাটা চায়ের কাপে ছোটোখাটো একটা ঝড়ই উস্কে দিয়েছে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক অবশ্য এখনো মুখে কুলুপ এঁটে আছেন, ঘনিষ্ঠ সূত্র বলছে আরেকবার টি-টোয়েন্টিতে না ফেরার ব্যাপারে তিনি অনড়। তবে বিশেষ করে শ্রীলঙ্কা সফরের পর টি-টোয়েন্টিতে তাঁর বিকল্প নিয়ে প্রশ্ন উঠছেই। খালেদ মাহমুদ সুজনও যেমন কাল বলেছেন, নতুন বলে এখনো মাশরাফির মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন।
আজ মিরপুরে ওয়ালশের বিশেষ ট্রেনিং ক্যাম্প শেষে কামরুল ইসলাম রাব্বি অকপটেই স্বীকার করলেন, ‘আমি অফ-কাটার পুরোই মাশরাফি ভাইয়ের কাছে শিখেছি। সে কিন্তু নতুন এবং পুরোনো বলে অনেক ভাল অফ-কাটার দেয়। তার কাছে থেকে শিখছি। আমার মনে হয় প্রত্যেকটা বোলারই যখন মাশরাফি ভাইকে পায় কিছু শেখার তো অবশ্যই চেষ্টা করে। আর অবশ্যই সে বাংলাদেশের প্রত্যেকটা পেস বোলারের আইডল। এখন পর্যন্ত আমি মনে করি যে নতুন বলে বলেন, পুরনো বলে বলেন- আমি মনে করি সব ফরম্যাটেই সে এখন পর্যন্ত সেরা। আমরা শেখার চেষ্টা করব, সামনে আরও বেশি শিখব।’
আবু হায়দার রনির কাছে প্রশ্নটা অবশ্য একটু ঘুরিয়ে করা হয়েছিল। মাশরাফির শূন্যতা পূরণ করতে তারা ব্যর্থ কি না এমন প্রশ্নের জবাবে রনিও মেনে নিলেন, ‘মাশরাফি ভাই তো অনেকদিন খেলছেন। আমাদের আইডল সবার। অনেক অভিজ্ঞ। আর মাশরাফি ভাই তো একদিনে হননি, অনেকদিন খেলার পর হয়েছেন। আমরা প্রতিদিন ভালো ভালো খেলতে খেলতেই সামনের দিকে এগুব।’