• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

    সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল    

    তিন সংস্করণের শীর্ষ অলরাউন্ডারের সিংহাসন অনেক দিন থেকেই তাঁর। মধ্যে টেস্ট আর ওয়ানডের মুকুট কিছুদিনের জন্য হাতবদল হয়েছিল, তবে টি-টোয়েন্টির তখত ছিল তাঁর কাছেই। সাকিব আল হাসান সেই মুকুট হারালেন গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। আইসিসির র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় সাকিবকে ছাড়িয়ে একে উঠে এসেছেন ম্যাক্সওয়েল।

    আঙুলের চোটের জন্য শ্রীলঙ্কার সঙ্গে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খেলেননি সাকিব। ম্যাক্সওয়েল ওই সময় নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সাথে খেলেছেন ত্রিদেশীয় সিরিজ। তিন ম্যাচে ২৩৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৩ উইকেট। রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩৯০, সাকিবের পয়েন্ট এখন ৩২৬। ২৯০ পয়েন্ট নিয়ে তিনে আছেন মোহাম্মদ নবী।

    শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশীদের মধ্যে বলার মতো এগিয়েছেন সৌম্য সরকার। প্রথম ম্যাচে ফিফটির জন্য তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় উঠে এসেছেন বিশে। টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান এখন কলিন মানরো আর বোলারদের মধ্যে রশিদ খান আছেন সবার ওপরে।