• " />

     

    তামিমের নিষ্প্রভ থাকার ম্যাচে হারল পেশোয়ার

    তামিমের নিষ্প্রভ থাকার ম্যাচে হারল পেশোয়ার    

    স্কোর

    পেশোয়ার জালমি ২০ ওভারে ১৩১/৯ ( তামিম ১১, স্মিত ৭১*, আমির ২/৬)

    করাচী কিংস ১৯.৪ ওভারে ১৩৫/৫ ( ডেনলি ২৯, বাবর ২৮, ইবতিশাম ২/২৫)

    ফল- করাচী কিংস ৫ উইকেটে জয়ী


     

    প্রথম ম্যাচটা খুব ভালো কাটেনি, ১১ বলে করেছিলেন ১১ রান। দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের ২৯ বলে ৩৯ রানেই জয়ের ভিত পেয়েছিল পেশোয়ার জালমি। তৃতীয় ম্যাচে আবারও প্রথম ম্যাচের পুনরাবৃত্তি। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তামিম, করাচী কিংসের কাছে ৫ উইকেটে হেরেছে তাঁর দলও। এই নিয়ে ৩ ম্যাচের ২ টিতেই হারল পেশোয়ার।

     

    টসে জিতে ব্যাটিংয়ে নামা পেশোয়ারের দুই ওপেনার তামিম ও কামরান আকমল ঝড়ের আভাস দিলেও সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ বলে ১৪ রান করে দ্বিতীয় ওভারেই ফেরেন আকমল। তামিম খেলেছেন ১২ বল, ২ চারে করেন ১১ রান। ২ টি চারই মেরেছেন টাইমাল মিলসকে। চতুর্থ ওভারে মোহাম্মদ আমিরের বল তামিমের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে।

     

    দুই ওপেনারের পর দলের একজন ব্যাটসম্যানই শুধু ছুঁয়েছেন দুই অঙ্ক। ডোয়াইন স্মিথের ৫১ বলে ৭১ রানের অপরাজিত ইনিংসই পথ দেখায় দলকে। ৪ চার ও ৫ ছয়ে স্মিথই পেশোয়ারকে এনে দেন কিছুটা লড়াই করার পুঁজি।

     

    সেই পুঁজি নিয়ে অবশ্য ভালোই লড়েছে পেশোয়ারের বোলাররা। ম্যাচ গিয়েছে শেষ ওভার পর্যন্ত।  ১৩২ রানের লক্ষ্যটাকে শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে টপকে গেছে ইমাদ ওয়াসিমের করাচী।