• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    নিদাহাস ট্রফিতে হেড কোচ ওয়ালশ, সুজনের দায়িত্ব চূড়ান্ত নয়

    নিদাহাস ট্রফিতে হেড কোচ ওয়ালশ, সুজনের দায়িত্ব চূড়ান্ত নয়    

    নিদাহাস ট্রফির জন্য হেড কোচ হিসেবে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকেই শূন্য আছে এ পদ। ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে খালেদ মাহমুদ সুজনকে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়েছিল। তবে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পরে বলেছিলেন, হেড কোচের পদে একজনকে রাখাটা বেশ জরুরী হয়ে পড়েছে। 

    মূলত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো একজনকে রাখার জন্যই বিসিবির এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন নাজমুল হাসান, ‘এখানে আসলে আজকে মূলত স্কোয়াড নিয়ে আলোচনা করেছি। ওখানে আরেকটা মেজর ইস্যু ছিল হেড কোচ। গত সিরিজে বিভিন্ন দায়িত্বে থাকলেও হেড কোচ বলে কেউ ছিল না। তা না থাকাতে অনেকের ধারণা যে একটু অসুবিধা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তটা কে দেবে। সঙ্গে একজনকে যাকে নাকি সকলে মেন্টর হিসেবে বলেন, সিনিয়র হিসেবে বলেন , শ্রদ্ধা করেন তাকে হলে ভালো হত। এই ধরনের একটা কথা উঠেছিল কদিন আগে।’

    ‘আমরা হেড কোচের ব্যাপারটা ঠিক করেছি। শুধুমাত্র নিদাহাস ট্রফির জন্য। আমরা বাইরে থেকে একজন আনার চেষ্টা করছি, সেটা এই সিরিজের আগে সম্ভাবনা নাই। আমরা ঠিক করেছি কোর্টনি ওয়ালশকে হেড কোচের দায়িত্ব দেব। তার অভিজ্ঞতা আছে। সকলেই তাকে অত্যন্ত সম্মান করে। আমার মনে হয় এই ব্যাপারে কোন “কনফিউশন” থাকার সুযোগ নাই।’

     

     

    এ বিষয়ে ওয়ালশ ও কোচিং প্যানেলের অন্য সদস্যদের সঙ্গে কথাও হয়েছে বোর্ডের, ‘তার সঙ্গে আগে আমি কথা বলেছিলাম, গত সিরিজ নিয়ে। এই সিরিজ নিয়ে আমি সবার সাথেই করেছিলাম। কিন্তু পরদিনই রিচার্ড হ্যালস্যাল ছিল না, (সুনীল) যোশীও ছিল না। সাইমন হ্যালমট ছিল তার সঙ্গে কথা বলেছি। ওয়ালশ ছিল, তার সঙ্গে কথা বলেছি। সেইদিক থেকে সেদিনই বসে ঠিক করেছিলাম বিশেষ পেস বোলিং ক্যাম্প আমরা করব। কিছু ব্যাটসম্যান যাদের আমরা চাই ফর্ম ফিরে আসুক, আত্মবিশ্বাস বাড়ুক। তাদেরকেও নিয়ে ক্যাম্প চালু রেখেছি।’

    সবকিছু দেখভাল করার জন্য নাজমুল নিজেই যাবেন শ্রীলঙ্কায়। ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার সিরিজের সময় টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজনের দায়িত্ব ঠিক হয়নি এখনও, তবে তিনি দলের সঙ্গে থাকলে ম্যানেজার হিসেবেই থাকবেন, ‘টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছে না (সুজন)। সবচেয়ে বড় কথা যে এখন আমরা আরও নির্দিষ্ট করছি। এবার হেড কোচ দিয়ে দিয়েছি। দ্বিতীয়ত আমি নিজে সবকিছু দেখভাল করার জন্য শ্রীলঙ্কায় থাকছি। ওদের সঙ্গে থাকব সারাক্ষণ। তারপরও সুজন যদি যায় সব সময় যে দায়িত্বে ছিল সেটাতেই থাকবে ম্যানেজার হিসেবে। সে যদি থাকে সে যাবে টিম ম্যানেজার হিসেবে। সব সময় টিম ম্যানেজার হিসেবে গেছে।’

    ব্যাটিং কোচ, ওয়ালশ হেড কোচ হলে বোলিং কোচ কে হবেন- এগুলোও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোর্ড। তবে তাদের সঙ্গে বিস্তারিত কথা হয়নি এখনও।