দলে ফিরলেন সাকিব, সঙ্গে তাসকিন-ইমরুলরাও
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে আঙ্গুলে চোট পেয়েছিলেন। সেই চোটের কারণেই ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। শ্রীলংকায় হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ 'নিদাহাস ট্রফির' জন্য ঘোষিত দলে ফিরেছেন তিনি। তবে সিরিজের শুরুতে তাঁর খেলা এখনও অনিশ্চিত। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে নিয়ে কোনও ঝুঁকি নেবেন না তারা। সাকিব না খেললে অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ।
শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুন। সাকিবের পাশাপাশি দলে ফিরেছেন ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন, এই দল নিয়ে আশাবাদী তারা। শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে এই দলই লড়াই করতে পারবে।
বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও নাজমুল ইসলাম অপু।