• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    গতির জন্য দলে এসেছেন তাসকিন!

    গতির জন্য দলে এসেছেন তাসকিন!    

    কাল মিরপুরেই তাসকিন আহমেদ বলছিলেন, চোট ছাড়া কখনো দলের বাইরে থাকতে হয়নি। বাদ পড়ার পর নিজেকে নিয়ে কাজ করছেন, তাও জানালেন। তাসকিন কি তখন জানতেন, মাত্র একদিনের মধ্যেই খুলে যাবে তাঁর ভাগ্য? দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আবারও সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছেন, অধিনায়ক সাকিব আল হাসানের পছন্দেই দলে এসেছেন তিনি।

    দক্ষিণ আফ্রিকা সফর পুরোটাই কেটেছিল দুঃস্বপ্নের মতো। এরপর বিপিএলে খুব খারাপ না করলেও দলে ফেরার জন্য যথেষ্ট ছিল না তা। তাসকিন আহমেদের ভাগ্যটা অবশ্য সুপ্রসন্নই বলতে হবে, এর মধ্যে ঘরোয়া লিগে বলার মতো তেমন কিছু না করেও সুযোগ পেয়ে গেছেন দলে। মিনহাজুল আবেদীন জানাচ্ছেন, গতির কথা চিন্তা করেই এসেছেন তাসকিন।

     

     

    ‘তাসকিন অধিনায়কের চয়েস ছিলো। যেহেতু প্রেমাদাসায় খেলা, বড় মাঠ। সেখানে যারা ভালো স্পিডে বল করতে পারে, শর্ট বল করার অভিজ্ঞতা আছে, এটা চিন্তা করেই তাকে নিয়েছি।’

    কিন্তু তাসকিন নির্বাচকদের ভাবনায় ছিলেন কি না তা নিয়ে পরিষ্কার করে কিছু বলতে পারলেন না মিনহাজুল আবেদীন, ‘আমাদের সবার সম্মতিতেই আসছে। আমাদের দেশে এখন যতো পেসার আছে, ওরই কিন্তু বেশি গতি। এটা কিন্তু মানতেই হবে। ওকে নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা আছে। টিম ওয়ার্কের মতো করে একজন খেলোয়াড়কে নেয়া হয়।’

    নুরুল হাসান সোহানের ফেরা নিয়ে অবশ্য খুব বেশি কিছু বলার ছিল না। ঘরোয়া লিগে এবার দারুন ফর্মে, নির্বাচকেরা সে কারণেই তাঁকে উপেক্ষা করতে পারেননি। টি-টোয়েন্টি দিয়ে সোহানের শুরু হলেও ৯টি ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে করেছেন ৭৮ রান। তবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (৪১৪) তাঁর, আজও শেখ জামালের হয়ে করেছেন সেঞ্চুরি।