• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    অভিজ্ঞতার জন্য সুযোগ পেলেন ইমরুল

    অভিজ্ঞতার জন্য সুযোগ পেলেন ইমরুল    

    টি-টোয়েন্টিতে আবার সুযোগ পেয়ে যাবেন, ইমরুল কায়েস নিজেও বোধ হয় ঘুণাক্ষরেও তা আশা করেননি! দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই ম্যাচে করেছিলেন ১০ ও ৬ রান। ১৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে গড় দশের নিচে, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টির ইতিহাসেই যে ‘কীর্তি’ আর কারও নেই। তবে মিনহাজুল আবেদীনের দাবি, অভিজ্ঞতার জন্য আবার ফেরানো হয়েছে ইমরুলকে।

    বিপিএলে খুব বেশি খারাপ করেছেন, তা বলা যাবে না। তবে স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে যারা অন্তত ২০০ রান করেছেন, তাঁদের মধ্যে কায়েসের স্ট্রাইক রেটই ছিল সবচেয়ে কম। দক্ষিণ আফ্রিকা সিরিজে তামিমের চোটের জন্য বিকল্প সেভাবে ছিল না নির্বাচকদের। তামিম ও সৌম্য থাকার পরেও কেন তাঁকে আবার টি-টোয়েন্টির জন্য বিবেচনা করা হলো, সেই প্রশ্নও উঠল। মিনহাজুল তার উত্তর দিলেন এভাবে, ‘ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি তৃতীয় ওপেনার হিসেবে। আমরা চাচ্ছি, যারা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারে, যেহেতু ও টেস্টে ওপেন করে। শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের আধিক্য থাকবে। ইন্ডিয়াও অনেক পেসার নিয়ে খেলে। ওই সব চিন্তা করেই তৃতীয় ওপেনার হিসেবে ওকে নেয়া।’

     

     

    কয়েক দিন আগেই মিরপুরের অ্যাকাডেমি মাঠে খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, নিদাহাস ট্রফিতে আবার অভিজ্ঞদের মূল্যায়ন করতে চান তারা। মিনহাজুল আবেদীনের কণ্ঠেও তারই প্রতিধ্বনি, ‘অবশ্যই আছে (ইমরুলের বিকল্প)। আমরা অভিজ্ঞতাকে একটা কারণেই মূল্যায়ন করেছি যে, যেহেতু আমাদের শ্রীলঙ্কা সিরিজটা খুব খারাপ গেছে। এখন যদি অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে।’

    এর আগে ইমরুলকে বেশ কয়েকবারই সুযোগ দেওয়া হয়েছিল টি-টোয়েন্টিতে। কিন্তু কোনোবারই তা কাজে লাগাতে পারেননি। এবার কি পারবেন?