বোর্ডকে 'না' করে দিয়েছেন মাশরাফি
টি-টোয়েন্টিতে ফিরছেন না মাশরাফি বিন মুর্তজা। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছেন, বোর্ডের প্রস্তাবকে সম্পূর্ণরুপে না করে দিয়েছেন মাশরাফি। টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া মাশরাফিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল বোর্ড। নাজমুল এর আগে জানিয়েছিলেন, এ ফরম্যাটে তাকে দরকার। তবে নিদাহাস ট্রফির স্কোয়াড ঘোষণার পর মাশরাফির ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি।
‘মাশরাফির ব্যাপারে বলেছিলাম যে ,আগের সিরিজেই তাকে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম খেলার জন্য। সে কোনো আগ্রহ দেখায়নি। এবারও তার কাছে খবর পাঠানো হয়েছে, সংবাদমাধ্যমেও দেখেছে। সে আমার জানামতে সে সম্পূর্ণভাবে না করে দিয়েছে। সেজন্য মাশরাফিকে এখানে আমরা চিন্তা করিনি।’
সাকিব আল হাসানই স্কোয়াডে অধিনায়ক, তবে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বোর্ড, ‘সাকিবের বল করতে কোন সমস্যা নেই। ব্যাটিংয়ে একটু সমস্যা আছে। সবচেয়ে আদর্শ হবে যদি তাকে আরও ৮-১০ দিন বিশ্রামে রাখা যায়। ওর কিন্তু এমনিতে কোন সমস্যা নাই। একটু ফুলে যাচ্ছে আঙুল। সাকিবকে নিয়ে তো আমরা ঝুঁকি নিতে পারি না। সাকিবের সাথেও আমরা বসেছিলাম। আল্টিমেটলি আমরা ১৫ জনের জায়গায় ১৬ জনের একটা স্কোয়াড দিয়ে দিচ্ছি। আমাদের বদ্ধমূল ধারণা সে খেলবে কিন্তু এমনও হতে পারে যে একটা দুইটা ম্যাচ নাও খেলতে পারে। সেক্ষেত্রে ব্যবস্থা নিয়ে রেখেছি।’