সাব্বিরকে নিয়ে নির্বাচকদের 'ভুল' ব্যাখ্যা
‘অভিজ্ঞ’ হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন বেশ কয়েকজন। তালিকায় আছেন সাব্বির রহমানও। ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, সাব্বির- সবাইকে নিয়েই সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে সাব্বিরের ব্যাখ্যায় যেটা বললেন, সেটা একরকম বিস্ময়করই!
‘গত এক বছরে ওর টি-টোয়েন্টি রেকর্ডে দেখবেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওর। সেই হিসেবে, ওর অভিজ্ঞতাও যথেষ্ট। আর যেহেতু বিদেশে খেলা, অভিজ্ঞ দলের বিপক্ষে খেলা, ভারত আছে; এ জন্যই ওকে নেয়া। ও পিএসএল খেলতে গেছে, আশা করি সেখানে ফর্মে ফিরবে।’
আজ ২৬ ফেব্রুয়ারি, গত এক বছর হিসেব করলে বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে ছয়টি। এর ছয়টিতেই খেলেছেন সৌম্য সরকার, ১৫৬ স্ট্রাইক রেটে তার রান ২০৫। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে গত এক বছরে সর্বোচ্চ রান-সংগ্রাহকের তালিকায় সবার ওপরে তিনিই। এরপর আছেন মাহমুদউল্লাহ, ৬ ম্যাচে ১২৪ স্ট্রাইক রেটে তার রান ১৪৬, তিন নম্বরে থাকা মুশফিকের রান সমানসংখ্যক ম্যাচে ১৪৬ স্ট্রাইক রেটে ১১০।
যে সাব্বিরকে গত বছরে টি-টোয়েন্টির ‘সেরা’ ব্যাটসম্যান বানিয়ে দিলেন প্রধান নির্বাচক, সেই তিনি আছেন ছয় নম্বরে। ৫ ম্যাচে ১০৯ স্ট্রাইক রেটে তার রান ৬০! এটা নাহয় নির্বাচকরা ভুল করলেন, কিন্তু এ পরিসংখ্যান বিবেচনায় তো তাকে অভিজ্ঞও বানিয়ে দেওয়া হলো! তবে কি ভুলের ভরেই দলে আছেন সাব্বির?