মুস্তাফিজের আঁটসাঁট বোলিংয়েও হারল লাহোর
স্কোর
করাচী কিংস ২০ ওভারে ১৫৯/৭ ( বোপারা ৫০*, মুস্তাফিজ ১/২২)
লাহোর কালান্দার্স ১৮.৩ ওভারে ১৩২ ( ম্যাককালাম ৪৪, আফ্রিদি ৩/১৯)
ফল- করাচী কিংস ২৭ রানে জয়ী
প্রথম দুই ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন, দুই ম্যাচেই হেরেছিল দল। তৃতীয় ম্যাচে দারুন বোলিং করেও পরাজিত দলেই থাকতে হলো মুস্তাফিজুর রহমানকে। আঁটসাঁট বোলিং করে এক উইকেট পেলেও পিএসএলে করাচী কিংসের কাছে ২৭ রানে হেরেছে মুস্তাফিজের লাহোর কালান্দার্স।
মুস্তাফিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই পান উইকেট। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন করাচীর বাবর আজমকে। ওই ওভারের বাকি পাঁচ বলে কোনো রানই নিতে পারেননি কলিন ইনগ্রাম, উইকেট মেডেন দিয়েই শুরু হয় ফিজের স্পেল।
পরের তিন ওভারে উইকেট না পেলেও যথেষ্ট কৃপণে বোলিং করেছেন মুস্তাফিজ। ২য় ওভারে দিয়েছেন ৮ রান, তৃতীয় ওভারে ৯ ও শেষ ওভারে ৬। তার ৪ ওভারের স্পেলে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা চার মারতে পেরেছেন মাত্র ২টি, রান উঠেছে মোট ২২।
করাচীর দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই সুনীল নারাইনকে ফেরান ইমাদ ওয়াসিম। এরপর ব্রেন্ডন ম্যাককালামের ৪৪ রানে কিছুটা আশা দেখছিল লাহোর। ম্যাককালাম ফিরলে আর ছন্দটা ধরে রাখতে পারেনি তারা। লাহোরের শেষ ৯ উইকেট পড়েছে ৬২ রানে। শহীদ আফ্রিদি ও উসমান খান নিয়েছেন ৩ টি করে উইকেট। ৩ বল খেলে শূন্য রানে টায়মাল মিলসের বলে আউট হন মুস্তাফিজ। ১৮ ওভার ৩ বলে ১৩২ রানেই গুটিয়ে গেছে লাহোর। এবারের আসরের টানা তিন ম্যাচের হারল লাহোর।