ফুটবলারের খাতায় নাম লেখাচ্ছেন বোল্ট!
ম্যানচেস্টার ইউনাইটেডের পাড় ভক্ত তিনি। মাঝেমধ্যেই মজা করে বলতেন, ট্র্যাক থেকে অবসর নেওয়ার পর ইউনাইটেডের জার্সি গায়ে ফুটবল খেলবেন। অ্যাথলেটিকসকে বিদায় বলা উসাইন বোল্ট যে সত্যি সত্যি ফুটবলার বনে যাবেন, সেটা কি কেউ আদৌ কল্পনাতেও আঁচ করতে পেয়েছিলেন? দক্ষিন আফ্রিকার ক্লাব মামেলডি সানডাউনসের হয়ে সেই ইউনাইটেডের মাঠেই ফুটবলে হাতেখড়ি হবে তার!
দুদিন আগে এক টুইটে বোল্ট জানিয়েছিলেন, তিনি একটি ফুটবল ক্লাবের সাথে যুক্ত হতে যাচ্ছেন। সবাই হয়ত ভেবেছিলেন অন্য কোনোভাবে ক্লাবটির সাথে থাকবেন। কিন্তু কাল মামেলডি সানডাউনসের টুইটে বোঝা যায়, ফুটবলার হিসেবেই মাঠে নামতে যাচ্ছেন বোল্ট। বোল্টের হাতে তাঁদের জার্সিসহ ছবি দিয়ে অফিশিয়াল টুইটে ক্লাবটি জানিয়েছে, খুব শীঘ্রই আসছে আনুষ্ঠানিক ঘোষণা, ‘ফুটবল আর আগের মতো থাকবে না!’
কিছুক্ষণ আগেই বোল্টের নতুন টুইটে জনা যায়, আগামী ১০ জুন ওল্ড ট্রাফোর্ডে মামেলডির জার্সি গায়ে মাঠে দেখা যাবে তাকে।