নিদাহাস ট্রফিতেও নেই ম্যাথিউস
ত্রিদেশীয় সিরিজে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পেরেছেন মাত্র একটি ম্যাচ, ছিলেন না টেস্ট সিরিজে। নিদাহাস ট্রফিকে সামনে রেখে ঝুঁকি এড়াতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে নেওয়া হয়নি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। সেই ইনজুরি কাটিয়ে উঠলেও নতুন ইনজুরিতে পড়েছেন তিনি। অনুশীলনের সময় পায়ের মাংসপেশিতে টান লাগায় নিদাহাস ট্রফি থেকেও ছিটকে গেলেন ম্যাথিউস।
গত বছরের জানুয়ারি থেকেই একের পর এক ইনজুরির সাথে লড়ছেন ম্যাথিউস। দক্ষিণ সফরের মাঝপথেই মাংসপেশীর ইনজুরির কারণে দেশে ফিরেছিলেন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজে খেলা হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে আবারও দলের বাইরে চলে যেতে হয়। বাংলাদেশ সফরে এসে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বাকি ম্যাচগুলো খেলেননি।
শ্রীলংকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ম্যাথিউসের না খেলার খবরটি নিশ্চিত করা হয়েছে, ‘নিদাহাস ট্রফিতে খেলার জন্য গত কয়েক সপ্তাহে অনেক পরিশ্রম করেছিলেন তিনি। ফিট থাকার জন্য সবকিছুই করেছেন। দুঃখজনকভাবে অনুশীলনের সময় মাংসপেশিতে টান লাগে ম্যাথিউসের। এই ইনজুরির কারণেই পুরো সিরিজেই থাকছেন না তিনি।’
এদিকে ইনজুরির কারণে সিরিজ মিস করতে পারেন কুশল পেরেরা, শিহান মাদুসংকা, নুয়ান প্রদীপ ও দুসমান্থা চামিরাও। ৬ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে শ্রীলংকা।