নাগপুরের কিউরেটরকে আনছে বিসিবি
নতুন কিউরেটর নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে বোর্ডের সঙ্গে দেখা করে গেছেন প্রভিন হিংনিকার, এর আগে যিনি ভারতের নাগপুরের ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের কিউরেটর ছিলেন। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিসিবিতে প্রভিন যোগ দেবেন বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের টেস্টে আলোচিত হয়েছিল হিংনিকারের ভেন্যু নাগপুর- অনেকেই সে পিচকে বলেছিলেন ‘শয়তানের উইকেট’। এ পিচকে পরে আইসিসি ‘পুওর’ বলে আখ্যা দিয়েছিল।
আউটফিল্ড, পিচ নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ অস্বস্তিতে আছে বিসিবি। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টের পর মিরপুরের আউটফিল্ডকে ‘পুওর’ আখ্যা দিয়েছিল আইসিসি। এরপর শ্রীলঙ্কার সঙ্গে চট্টগ্রাম টেস্টের উইকেটের পর মিরপুরের উইকেটকেও ‘বিলো অ্যাভারেজ’ তকমা দিয়ে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে মিরপুরের উইকেট নিয়ে মন্তব্য করে বোর্ডের জরিমানা গুণেছিলেন তামিম ইকবাল। সব মিলিয়ে আলোচিত হয়েছেন মিরপুরের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাও।
‘আমরা কিউরেটর নিয়োগের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। গামিনি আমাদের সাথে অনেক দিন ধরে আছে। তার বাইরেও আরও দুই-এক জন কিউরেটর বাইরে থেকে আনার পরিকল্পনা আমাদের আছে’, বলেছেন নিজামউদ্দিন।
তবে হিংনিকার যোগ দিলে তাকে কোন ভেন্যুর দায়িত্ব দেওয়া হবে, সেটা এখনও নিশ্চিত করেনি বিসিবি। এখন বিসিবির হাতে আন্তর্জাতিক স্টেডিয়ামের মধ্যে মিরপুর ও চট্টগ্রাম ছাড়াও আছে ফতুল্লা, বগুড়া, খুলনা ও সিলেট।