• " />

     

    রাজনীতিতে আসছেন ওয়ার্নার?

    রাজনীতিতে আসছেন ওয়ার্নার?    

    ক্রিকেটের ২২ গজ থেকে রাজনীতির মাঠে যাওয়া ক্রিকেটারের সংখ্যা কম নয়। পাকিস্তানের ইমরান খান, শ্রীলংকার অর্জুনা রানাতুঙ্গা, ভারতের আজহারউদ্দিনসহ অনেকেই দাপিয়ে বেড়াচ্ছেন নিজ দেশের রাজনীতিতে। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও নাকি অবসরের পর রাজনীতিই করবেন!

     

     

     

    ব্যস্ত সূচির মাঝেও দেশের রাজনীতি নিয়ে বেশ সচেতন ওয়ার্নার। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে তো সরাসরি চিঠিও দিয়েছিলেন নিজ এলাকার হেফন পার্কের উন্নয়নের ব্যাপারে। এছাড়াও দেশের বিভিন্ন ব্যাপার নিয়ে হরহামেশাই মন্তব্য করছেন।

     

    ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের জন্য কিছু করতে চান ওয়ার্নার , ‘অবসরের পর অনেক কিছু করতে চাই। ছোটবেলায় হাউজিং কমিশনে বড় হয়েছি। মা-বাবা কাজের জন্য সারাদিন বাইরে থাকতেন।আমরা দুই ভাইও নিয়মিত কাজ করতাম, কারণ টাকার দরকার ছিল। ওই সময় শ্রমিকদের জীবনের অনেক কিছুই চোখে পড়েছে। সবকিছুর জন্য তাঁদের লড়াই করতে হতো। যদি আপনি কিছু পেতে চান তাহলে চুপ করে না বসে থেকে আওয়াজ উঠাতে হবে। সেটার জন্য নেতৃত্বটা খুবই জরুরী। কেউ অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা মানুষের পক্ষে কথা বললে তবেই কাজ হয়। রাজনীতি তেমনই একটা জায়গা।’