• " />

     

    'নাদালের জন্যই আমি এত ভালো খেলছি'

    'নাদালের জন্যই আমি এত ভালো খেলছি'    

    একজনের নাম উচ্চারিত হলে সাথে সাথে আরেকজনের নামটাও এসে যায়। এক যুগ ধরে রজার ফেদেরার ও রাফায়েল নাদাল আধুনিক টেনিসের দ্বৈরথটাকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। লরেসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতার পর ফেদেরার আবেগে আপ্লুত হয়ে বলেছেন, নাদালের সাথে দ্বৈরথের জন্যই তিনি আজ এই অবস্থানে আসতে পেরেছেন।

     

     

    দুজন মিলে জিতেছেন ৩৬টি গ্র্যান্ড স্ল্যাম। ৩৮ দেখায় এগিয়ে আছেন নাদালই, জিতেছেন ২৩ ম্যাচ, ফেদেরার জিতেছেন ১৫টি। ২০১৮ সালের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের ২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার। কিছুদিন আগে উঠেছেন র‍্যাংকিংয়ের শীর্ষেও। গত বছর নাদালকে হারিয়ে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন, পরে জিতেছেন উইম্বলডনও।

    বর্ষসেরার পুরস্কার হাতে নিয়েও নাদালকে স্মরণ করলেন ফেদেরার, ‘আমি আমার প্রতিদ্বন্দ্বী নাদালকে ধন্যবাদ দিতে চাই। তার বছরটাও দারুণ কেটেছে, আমাদের দুজনের দ্বৈরথটাও। তার কারণেই আমি এত ভালো খেলছি। আজকে আমার জায়গায় নাদালও থাকতে পারত। সে আমার খুব ভালো বন্ধু, দুর্দান্ত একজন খেলোয়াড়। কোর্টে আমাদের দুজনের ম্যাচ আমার কাছে বিশেষ কিছু, দর্শকের কাছেও হয়ত এরকমই। যখন ম্যাচ পঞ্চম সেটে যায়, তখন সেটা অবশ্যই বিশেষ মুহূর্ত।’