• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    আকরামের বক্তব্যে বুলবুল 'বিস্মিত, আহত ও বিরক্ত'

    আকরামের বক্তব্যে বুলবুল 'বিস্মিত, আহত ও বিরক্ত'    

    দাবিটা অনেক দিন ধরেই গুঞ্জরিত হচ্ছিল আকাশে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে কেন বিসিবির সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয় না, এমন প্রশ্ন উঠেছিল আকরাম খানের কাছে। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, বুলবুলকে অনেকবার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি। আজ নিজের ফেসবুক প্রোফাইলে এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বুলবুল। একদম ডাহা মিথ্যা উল্লেখ করে বুলবুল বলেছেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন এখন আইসিইউতে।

    প্রথম আলোতে একটি লাইভ টক শোতেই আকরাম খান বলেছিলেন, ‘বুলবুলকে (আমিনুল) আমরা অনেকবার প্রস্তাব দিয়েছি। সে যেহেতু আইসিসির সঙ্গে যুক্ত, হয়তো সেভাবে সময় দিতে পারবে না। আমি একবার চিটাগং ভাইকিংসের (বিপিএলের দল) জন্য চেষ্টা করেছিলাম। ওর আসলে সময় কম। বাংলাদেশ ক্রিকেটকে সে সময় দিতে পারবে না।’’

    ক্রিকেট ছাড়ার পর অনেকদিন থেকেই কোচিংয়ে জড়িয়ে আছেন বুলবুল। চীনে কোচিং করিয়েছেন, বাংলাদেশের প্রথম কোচ হিসেবে তিনটি পেশাদার লাইসেন্সও নিয়েছেন। বিসিবির সঙ্গে অবশ্য এখন পর্যন্ত কাজ করেননি।

    তবে আকরামের এই বক্তব্যটা নিজের ফেসবুক পুরোপুরি প্রোফাইলে পুরোপুরিই অস্বীকার করেছেন বুলবুল।

    ‘আমি এই শিরোনামে বিস্মিত, আহত ও খুবই বিরক্ত।

    আমি কোনো পর্যায়েই বিসিবির কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাইনি (অনূর্ধ্ব ১৯ থেকে জাতীয় দল পর্যন্ত)। এই বছর বিপিএলের সময় আমি আবিষ্কার করলাম ক্যাপ্টেন্স বক্সে পর্যন্ত আমার নাম নেই।

     

     

    আমি বেশ কিছু বিপিএল ও প্রিমিয়ার লিগের ক্লাব থেকে প্রস্তাব পাই। খুব দুঃখের সাথে আমাকে সেসব প্রত্যাখ্যান করতে হয়, কারণ এক মাসের জন্য আমার পক্ষে চাকরি ছেড়ে কোচিং করানো সম্ভব নয়।’

    আকরাম কি ক্রিকেট অপারেশন্স, বিসিবি না বিপিএলের হয়ে কথা বলছে?

    আমাকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি তাতে সমস্যা নেই, কিন্তু এ ধরনের কথায় আমি খুবই ক্ষুব্ধ।

    যা বলেছেন সেটার ব্যাপারে আপনার সৎ থাকা উচিত।

    বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন এখন আইসিউতেই আছে।’