নিদাহাস ট্রফি থেকে ছিটকে গেলেন সাকিব
নিদাহাস ট্রফি থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ হাতের আঙুলে পাওয়া চোট থেকে এখনও তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে জানিয়েছে বিসিবি। শ্রীলঙ্কায় ৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের পুরোটাই মিস করবেন তিনি। সাকিবের জায়গায় অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজেও সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
সাকিবকে নিয়ে শঙ্কাটা অবশ্য শুরু থেকেই ছিল। তাকে অধিনায়ক হিসেবে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, তবে শুরুর দিকের কিছু অংশ মিস করতে পারেন বলে জানিয়েছিল বিসিবি। সে কারণে ১৬ জনের স্কোয়াড দিয়েছিল বিসিবি। তবে সাকিবের জায়গায় দলে ডাকা হয়েছে লিটন দাসকে, নিদাহাস ট্রফিতে বাংলাদেশ তাই যাবে ১৬ জনের স্কোয়াড নিয়েই।
৪ তারিখ কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে দল। ৮ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে।
বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু ও লিটন দাস।