সাকিবকে ছাড়া 'ভিন্ন' পরিকল্পনায় এগুবে বাংলাদেশ
শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতেও সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। প্রথমে তাকে অধিনায়ক হিসেবে স্কোয়াড ঘোষণা করা হলেও বিসিবি আজ জানিয়েছে, আঙুলের চোট থেকে পুরোপুরি সেরা উঠতে পারেননি তিনি। তার জায়গায় আগের মতোই নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। অন্তর্বর্তীকালিন কোচ কোর্টনি ওয়ালশ বলছেন, সাকিবের বিকল্প রাতারাতি খুঁজে পাওয়া যাবে না, পরিকল্পনাও করতে হবে তাকে ছাড়াই। এবং সে পরিকল্পনাটা হবে একটু ‘ভিন্ন’।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠায় চোট পেয়েছিলেন সাকিব, পরে ব্যাটিং-ও করতে পারেননি সে ম্যাচ। এরপর শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে সাকিবের অভাবটা বেশ ভালভাবেই টের পেয়েছে বাংলাদেশ। সাকিবের অভাব পূরণের জন্য সবাইকেই এগিয়ে আসতে বলছেন ওয়ালশ, ‘সাকিবের বিকল্প রাতারাতি পাওয়া যাবে না। সে সবকিছুই করে- ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অধিনায়কত্ব। সবাইকেই এগিয়ে আসতে হবে। তাকে ছাড়াই আমাদের পরিকল্পনা করতে হবে। এ মুহুর্তে সেটা বিস্তারিত বলতে চাই না, তবে তার অনুপস্থিতিতে কাজকারবার একটু ভিন্নভাবে করতে হবে।’
শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি-টোয়েন্টির আগেও সাকিবকে দলে রাখা হয়েছিল, যেটা পরে খেলতে পারেননি। তার চোট নিয়ে তাই রয়ে গেছে কিছুটা ধোঁয়াশা, ঠিক কতোদিন লাগবে সেরে উঠতে- সেটা নিয়ে। ওয়ালশ অবশ্য তাকে পর্যাপ্ত সময় দিতে বলছেন, ‘সে এমন একজন, যাকে সেরে উঠতে যতো সময় লাগে সেটাই দিতে হবে। আমরা সেটাই করবো। অন্যান্যদের সেটা বুঝতে হবে এবং সেভাবেই কাজ করতে হবে। আপনার কাছে যদি সাকিবের মতো একজন বিশ্বমানের ক্রিকেটার থাকে, আপনি অবশ্যই তাকে ফিট হওয়ার জন্য সব সুযোগ দিবেন।’
সাম্প্রতিক সময়েও টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সটা ঠিক সুবিধার নয়। দক্ষিণ আফ্রিকা সফরের পর শ্রীলঙ্কার সঙ্গেও ঘরের মাটিতে দুইটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে নিজেদেরকে তাই ‘আন্ডারডগই’ বলছেন ওয়ালশ, ‘অবশ্যই আমরা আন্ডারডগ হিসেবে যাচ্ছি, দুইটি ভাল দলের সঙ্গে খেলা। তবে আমার মনে হয়, আমাদের খুব ভাল সুযোগ আছে। যদি ধারাবাহিকভাবে খেলতে পারি, তাহলে ফাইনালে যাওয়ার ভাল সুযোগ আছে। আশা করি আমরা ধারাবাহিক ও ভাল ক্রিকেট খেলব।’
‘এ ফরম্যাটে আমরা খুব একটা ভাল করিনি। শ্রীলঙ্কার সঙ্গে শেষ সফরে শুধু একটা ম্যাচ জিতেছিলাম। ম্যাশের (মাশরাফি বিন মুর্তজা) সেটা শেষ ম্যাচ ছিল। সেখানে আমাদের ভাল পারফরম্যান্সের দিকে আমরা নজর দেব, সেটার পুনরাবৃত্তি করতে চাইব। মানসম্পন্ন দলের সঙ্গে এটা চ্যালেঞ্জিং হবে, তবে আমার মনে হয় টুর্নামেন্টে তিনটি মানসম্পন্ন দলই খেলছে।’