'সাকিব ভাই থাকলে অন্যরকমের অনুভূতি কাজ করে'
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-অধিনায়কত্ব। সাকিব আল হাসান করেন চারটিই। চোট পেয়ে ছিটকে গেছেন তিনি, নিদাহাস ট্রফিতে সাকিব আল হাসানকে কতোখানি মিস করবে বাংলাদেশ? সাকিব দলে থাকলে ‘অন্যরকমের’ একটা অনুভূতি কাজ করে বলে জানিয়েছেন রুবেল, নিশ্চিতভাবেই তাই সেটার অভাব বোধ করবে দল।
সাকিবের জায়গায় অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ, তিনি সাকিবের অভাবটা দলের জন্য ক্ষতিকর হিসেবেই দেখছেন, ‘সাকিবকে না পাওয়া অবশ্যই দলের জন্য ক্ষতিকর আমার মনে হয়। ও চ্যাম্পিয়ন খেলোয়াড়, অপরিহার্য খেলোয়াড়- ওকে ছাড়া খেলা অবশ্যই আমাদের জন্য কঠিন।’ তবে সাকিবকে ছাড়া খেলাটা দলের অন্যান্যদের জন্য ভাল কিছু করে দেখানোর একটা সুযোগ বলেও মানছেন তিনি।
রুবেল হোসেন বলছেন, ‘সাকিব ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে থাকলে দলের সবার ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো এখন তার জায়গায় যেই খেলুক না কেন আমাদের প্রতিটি ক্রিকেটার যদি নিজেদের পারফরম্যান্স বের করে আনতে পারি, আমার কাছে মনে হয় না আহামরি কোনো সমস্যা হবে।’
আর নুরুল হাসান সোহান বলছেন, ‘সাকিব ভাইয়ের অভাবটা অপূরণীয়। লক্ষ্য থাকবে যেন দল হিসেবে ভাল খেলতে পারি। তার অভাব পূরণ করা সম্ভব না, তবে চেষ্টা থাকবে যতটুকু করা যায়।’
এর আগে কোচ কোর্টনি ওয়ালশ বলেছিলেন, রাতারাতি দলে সাকিবের বিকল্প খুঁজে বের করা কঠিন। তবে তার কথাতেও ছিল সেই সুর, প্রত্যেকে নিজ নিজ কাজটা করতে পারলেই দল হিসেবে ভাল করবে বাংলাদেশ।
সাকিবের অভাব পূরণের নয়, তবে সামষ্টিক পারফরম্যান্স দিয়ে কি সাকিবকে ভুলিয়ে দিতে পারবে বাংলাদেশ? দিতে পারবে অন্যরকমের এক ‘অনুভূতি’?