টি-টোয়েন্টির পাশের প্রশ্নবোধক চিহ্নটা মুছে ফেলতে চান মাহমুদউল্লাহ
নিদাহাস ট্রফিকে অনেক কিছু প্রমাণের জন্য একটা ভাল প্ল্যাটফর্ম হিসেবে মনে করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। টুর্নামেন্ট জেতার লক্ষ্য নিয়েই বাংলাদেশ যাচ্ছে বলে দেশ ছাড়ার আগে জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরের বিভীষিকার পর ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার সঙ্গে সিরিজেও হতাশই হয়েছে বাংলাদেশ। তবে আলাদা করে টি-টোয়েন্টি ফরম্যাটের পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে মাহমুদউল্লাহদের। তিনি ঘোচাতে চান সেটাই।
‘লক্ষ্য অবশ্যই টুর্নামেন্ট জেতা, এটা আমাদের প্রথম লক্ষ্য। তবে পাশাপাশি আমাদেরও অনেক কিছু করার বাকি আছে। অনেক কিছু প্রমাণ করার বাকি আছে। আমরা কতটুকু ভালো করতে পারি এই সংস্করণে। শেষ সংবাদ সম্মেলনেও আমি এই কথাটা বলছিলাম, অনেকের মনে হয়তো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এই সংস্করণের শক্তিমত্তা নিয়ে। আমার মনে হয় এটা আমাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য। সবার ব্যক্তিগত সেরাটা যদি আমরা আদায় করে নিতে পারি আমার মনে আমাদের খুব ভালো কিছু অর্জন করা সম্ভব।’
স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে তাদের মাটিতে একটা টি-টোয়েন্টি জেতার সুখস্মৃতি আছে বাংলাদেশের। গত বছর জেতা সেই ম্যাচই হয়ে আছে বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি জয়। সঙ্গে আছে ভারত, আইসিসি র্যাংকিংয়ে যারা চার নম্বরে। তবে মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ মানছেন দুই দলকেই, ‘যে কোন প্রতিপক্ষই অনেক গুরুত্বপূর্ণ। আপনি যার বিরুদ্ধেই খেলেন আপনার ভালো খেলতে হবে। আপনি এটা বলতে পারেন, ঘরের মাটিতে আমরা খুব ভালো খেলছিলাম এখন আমাদের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে। আমরা হয়তো শেষ সিরিজে আশানুরূপ পারফর্ম করতে পারিনি। তবে ইনশাআল্লাহ যেহেতু উপমহাদশের পরিবেশ বেশ অনেকবার আমরা খেলেছিও শ্রীলঙ্কায়। তো ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো।’
সেই ভাল কিছুর জন্য ভাল শুরুর গুরুত্ব মানছেন তিনি। ৬ তারিখ শ্রীলঙ্কা ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে এর আগে ৫টি টি-টোয়েন্টি খেললেও এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
‘আমার কাছে মনে হয়, প্রথম ম্যাচটা যদি আমরা জিততে পারি ইনশাল্লাহ- আমাদের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। সবসময়ই বিশ্বাস করি শুরুটা যদি ভালো হয় আমরা মোমেন্টামটা পেতে পারি, আমার মনে হয় একটা ম্যাচই আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। বাকি সব ম্যাচে আপনি কিভাবে সেটার ওপর ভরসা করতে পারবেন।’