ডি ভিলিয়ার্সের গায়ে বল ফেলে শাস্তি পাচ্ছেন লায়ন
প্রথম ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে তিনিই ছিলেন ব্যতিক্রম। দ্বিতীয় ইনিংসে ৪১৭ রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসা ছিলেন এবি ডি ভিলিয়ার্সই। এইডেন মার্করামের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট আউট হয়েছেন এবি, জিততে পারেনি আফ্রিকাও। সেই রান আউটের পর তাঁর শরীরের পাশে বল ফেলার অভিযোগে শাস্তি পেতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন।
সিঙ্গেল নেওয়ার জন্য মার্করামের ইশারায় দৌড়াতে শুরু করেছিলেন ডি ভিলিয়ার্স। মাঝপথেই অবশ্য বুঝতে পারেন, রান নেওয়া সম্ভব নয়, ক্রিজে ফেরার জন্য উল্টোদিকে দৌড়ানোও শুরু করেন। তবে ডেভিড ওয়ার্নারের থ্রোতে বল পেয়ে আগেই স্টাম্প ভাঙ্গেন লায়ন। এরপর ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছানোর চেষ্টায় মাটিতে পড়া এবির পাশে ইচ্ছা করে বল ফেলে দিয়ে সতীর্থদের কাছে যান লায়ন। থ্রো করা ওয়ার্নারও ডি ভিলিয়ার্সকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছেন আউটের পর।
গায়ে বল ফেলার এই ঘটনায় লায়নকে ‘লেভেল-১’ সতর্কবার্তা দেখিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানাও দিতে হতে পারে তাকে, পেতে পারেন ২ ডিমেরিট পয়েন্টও। অবশ্য গতকাল রাতেই ওয়ার্নার ও লায়ন গিয়ে ডি ভিলিয়ার্সের কাছে ক্ষমা চেয়েছেন।
এদিকে গতকাল চা বিরতির সময় কুইন্টন ডি ককের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় তদন্ত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট উত্তরসূরিদের এরকম পরিস্থিতিতে আরেকটু মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়েছেন, ‘অনেকেই বলবে, অস্ট্রেলিয়া তো মাঠে ভালো পারফর্ম করছে বেশিরভাগ সময়ই, তাহলে এরকম আচরণের কী দরকার? ডি ভিলিয়ার্সের ওই ঘটনা ও ডি কক-ওয়ার্নারের তর্কের ছবি দেখেছি, কি হয়েছে সেটা পুরোপুরি বুঝতে না পারলেও দৃশ্যটা সুখকর নয়। কীভাবে এরকম পরিস্থিতি সামলাতে হয় সেটা এসব ঘটনা দেখে সবারই শেখা উচিত।’