• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    মিডিয়া অস্ট্রেলিয়া বেশি খারাপভাবে উপস্থাপন করেছিল: লেম্যান

    মিডিয়া অস্ট্রেলিয়া বেশি খারাপভাবে উপস্থাপন করেছিল: লেম্যান    

     

    বল টেম্পারিং কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়া দলকে রীতিমত ধুয়ে দিয়েছিল দেশ বিদেশের সংবাদমাধ্যম। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হিমশিম খেতে হয়েছিল ক্রিকেট বোর্ড ও দলের অন্যদেরও। সমালোচনার মুখে দায়িত্ব ছেড়েছিলেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান। লেম্যান এখন বলছেন, মিডিয়া অস্ট্রেলিয়াকে একটু বেশিই খারাপভাবে উপস্থাপন করেছিল।

    স্লেজিং, বল টেম্পারিং, অতিরিক্ত আক্রমণাত্মক ভাব; অজিদের বিরুদ্ধে নানা অভিযোগে সরব ছিল দক্ষিণ আফ্রিকাসহ অন্য দেশের সংবাদমাধ্যমও। লেম্যান বলছেন, মিডিয়া একটু বাড়িয়েই বলেছে এসব, ‘অস্ট্রেলিয়া দলের ‘অতি আক্রমণাত্মক’ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। বল টেম্পারিং ইস্যু এসবের আগুনে ঘি ঢেলেছে। অস্ট্রেলিয়া সবসময় আইসিসির নিয়মের মাঝে থেকে খেলতে চায়। এর উল্টোটা করলে শাস্তিও হয়েছে অনেকের। সংবাদমাধ্যমগুলো আমাদের ব্যাপারে অনেক বাড়াবাড়ি করেছে। তারা যেভাবে বলেছে আমরা অতটাও খারাপ নই!  স্লেজিং আমাদের সময়ে আরও অনেক বেশি ছিল। এখন সবাই এসব নিয়ে অনেক সচেতন, তারা মাঠের খেলাতেই প্রতিপক্ষকে হারাতে চায়।’

    স্মিথ-ওয়ার্নারদের শাস্তির পর অজিদের ওপর দেশটির ভক্তদের বিশ্বাস ফিরিয়ে আনাটাই হবে প্রধান চ্যালেঞ্জ, মানছেন লেম্যান, ‘আমি এখন দর্শকের সারিতে বসা। অন্যদের মতো আমিও চাই দল ‘পরিস্কার’ ক্রিকেট খেলুক, অনেকটা নিউজিল্যান্ডের মতো। কিন্তু একই সাথে আমি চাই দল জিতুকও! জয় ছাড়া দর্শকের সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা যাবে না। নিজেদের খেলার ধরন বদলাতে হবে, জয়ও আনতে হবে; অস্ট্রেলিয়া বোর্ড ও দলের জন্য বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে।’

    সেই চ্যালেঞ্জ কতটুক পূরণ করতে পারবেন জাস্টিন ল্যাঙ্গাররা, সেটাই এখন প্রশ্ন।