টেস্ট দলে ফিরলেন স্টেইন
ভারতের সঙ্গে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে খেলার পরেই চোটে পড়েছিলেন। অনেক দিন ধরেই এই চোট ভোগাচ্ছিল তাঁকে। এবার সেটা সামলে আবার মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় ছিল। তবে ডেল স্টেইন আবার ফিরছেন মাঠে,সামনের মাসে শ্রীলঙ্কা সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে রাখা হয়েছে তাঁকে। দুইটি টেস্টের সঙ্গে এই সিরিজে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও খেলবে আফ্রিকা।
শন পোলকের দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড থেকে মাত্র দুই উইকেট দূরত্বে ছিলেন স্টেইন। সেই রেকর্ড ভাঙার সুযোগ পেতে যাচ্ছেন আরও একবার। তার চেয়েও বড় কথা, মরনে মরকেলের অবসরের পর স্টেইনের ফেরা খুব করেই দরকার ছিল দক্ষিণ আফ্রিকার জন্য।
স্টেইন ছাড়াও ১৫ সদস্যের দলে ফিরেছেন বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ শামসি। প্রথম বারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার শন ফন বার্গ ও উইকেটকিপার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনও।