• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    নিজেদের ফেভারিট মানছেন না রোহিত

    নিজেদের ফেভারিট মানছেন না রোহিত    

    এই সিরিজে নেই অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, ভুবনেশ্বর কুমারসহ ভারতীয় দলের নিয়মিত কিছু মুখ। রোহিত শর্মার নেতৃত্বে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই নিদাহাস ট্রফিতে খেলতে গেছে দল। তবে ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই কিনা শ্রীলংকা ও বাংলাদেশের চেয়ে ভারতকে কিছুটা এগিয়ে রাখছেন তামিম ইকবালসহ অনেকেই। রোহিত অবশ্য বলছেন উল্টোটা। টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ফেভারিট মানতে একদমই নারাজ তিনি।

    টি-টোয়েন্টিতে ‘ফেভারিট’ বলে কিছু নেই রোহিতের মতে, ‘ফেভারিট হওয়া না হওয়া নিয়ে কখনোই ভাবি না। এই ফরম্যাটে তো যে কেউ জিততে পারে। এক ওভারেই ম্যাচের ভাগ্য বদলে যায়। নিজেদের দিনে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। ব্যাপারটা অনেকটা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো। হয়ত কিছু দল একটু বেশি শক্তিশালী হতে পারে, তবে যে কেউই জিততে পারে।’

    অনেক সিনিয়র সদস্যকে ছাড়াই শ্রীলংকা এসেছে ভারত। তরুণদের নিয়ে গড়া দলেও ওপর পূর্ণ ভরসা আছে রোহিতের, ‘আমার মনে হয়না এখানে দ্বিতীয় সারির দল নিয়ে ভাবার প্রয়োজন আছে। এখানে যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিল। এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করার সময় এসেছে। এরকম দলের অধিনায়ক হতে পেরেও গর্বিত।’