• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    মিরপুরের 'লো-স্কোরিং' রোমাঞ্চে জিতল গাজীই

    মিরপুরের 'লো-স্কোরিং' রোমাঞ্চে জিতল গাজীই    

    গাজী গ্রুপ ক্রিকেটার্স- মোহামেডান স্পোর্টিং ক্লাব, মিরপুর

    টস- গাজী গ্রুপ ক্রিকেটার্স(ব্যাটিং) 

    গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩৫.৪ ওভারে ১৩৭ (আসিফ ৩৫, নাদিফ ২৮, অনিক ৪/২৮, আজিম ৩/৩২)

    মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৩.২ ওভারে ১০৮ (রকিবুল ২২, শামসুর ১৯, নাঈম ৩/২৭, রাব্বি ৩/৩৫)

    গাজী গ্রুপ ২৯ রানে জয়ী


    লো স্কোরিং ম্যাচও যে রোমাঞ্চকর হতে পারে, ক্রিকেটে এই উদাহরণ আছে ভুরি ভুরি। মিরপুরে আজ সেই রোমাঞ্চের পসরাই সাজিয়ে বসেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটি। মাত্র ১৩৭ রান করেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে মোহামেডানকে ২৯ রানে হারিয়েছে গাজী। এবারের মৌসুমে এটি গাজীর তৃতীয় জয়।  

    লক্ষ্য ছিল মাত্র ১৩৮ রান। রনি ও জনি তালুকদার প্রথম ৭ ওভার দেখেশুনেই পার করেছেন। অষ্টম ওভারে প্রথম ধাক্কাটা দেন টিপু সুলতান, ৫ রানে ফেরেন রনি। বিপর্যয়ের শুরু সেখানেই। ২ বল পর আউট হন আমিনুল ইসলাম। এই মৌসুমে ভালো ফর্মে থাকা ইরফান শুক্কুর, বিপুল শর্মারাও আজ ব্যাট হাতে কিছু করে দেখাতে পারেননি।

    শামসুর রহমান ও রকিবুল হাসানের ব্যাটে জয়ের আশা বেঁচে ছিল মোহামেডানের। নাঈম হাসান যখন দলীয় ৮৪ রানের মাথায় ২২ রান করা রকিবুলকে ফেরান, ম্যাচে আর ফিরতে পারেনি তারা। নাঈম ও কামরুল হাসান রাব্বি ৩ টি, মেহেদি হাসান ও টিপু সুলতান নিয়েছেন ২ টি করে উইকেট। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটসম্যান। ৭ ওভার বাকি থাকতে ১০৮ রানেই থামে মোহামেডান।

    টসে জিতে ব্যাটিংয়ে নেমে কাজি অনিকের বোলিং তোপে মুখ থুবড়ে পড়ে গাজীর টপ অর্ডার। প্রথম ৬ ব্যাটসম্যানের ৪ জনই আউট হয়েছে ১০ রানের নিচে। ৫০ রানেই নেই ৬ উইকেট, দলের এমন বিপর্যয়ে হাল ধরেন নাদিফ চৌধুরী ও আসিফ আহমেদ।

    দুজনের ৫৯ রানের জুটিতে ১০০ রান পেরোয় গাজীর স্কোর। ধীরে ধীরে মোহামেডান বোলারদের হতাশাও বাড়ছিল। ৩৫ রানে আসিফকে আউট করে জুটি ভাঙ্গেন বিপুল। শেষ পর্যন্ত ১৪ ওভার বাকি থাকতে ১৩৭ রানেই অলআউট হয় গাজী। অনিক নিয়েছেন ২৮ রানে ৪ উইকেট, মোহাম্মদ আজিম নিয়েছেন ৩২ রানে ৩ উইকেট।