নিজেদের ঝালিয়ে নিলেন লিটন-মুশফিক-মাহমুদউল্লাহ
প্রস্তুতি ম্যাচ
বাংলাদেশ ১৮৬/৫, ২০ ওভার (লিটন ৪০, মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৪৩, ফার্নান্দো ২/২২)
শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ ১৪৫, ১৯ ওভার (ডিকভেলা ২৭, পেরেরা ২২, রুবেল ২/১৯, তাসকিন ২/১৬)
ফল- বাংলাদেশ ৪১ রানে জয়ী
নিদাহাস ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটা বেশ ভালই কাটলো বাংলাদেশের। মুশফিক-মাহমুদউল্লাহ পেয়েছেন রানের দেখা, ঝড় তুলেছেন লিটন দাস। রুবেল, তাসকিনের দুইটি করে উইকেটের সঙ্গে অপু ও মিরাজও সফল। শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশকে ৪১ রানে হারিয়েছে বাংলাদেশ।
ওপেনিংয়ে নেমেছিলেন লিটন ও সৌম্য। শূন্য রানে সৌম্য ফিরলেও লিটন করেছেন ১৮ বলে ৪০ রান। মুশফিক করেছেন ৪৪ বলে ৬৫, মাহমুদউল্লাহ ৪৩ রান করেছেন ২৭ বলে। ১০ বল খেলে ১ রান করে আরেকবার ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান। আরিফুল ও নুরুলের অপরাজিত ১৫ ও ১২ রানের ইনিংসে ১৮৬ রানে পৌঁছায় বাংলাদেশ। অবশ্য শেষ ৫ ওভারে উঠেছে মাত্র ৩৮ রান।
বাংলাদেশের হয়ে বোলিং করেছেন ৯ জন। সবার মিলিত পারফরম্যান্সে ১ ওভার বাকি থাকতেই ১৪৫ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ।
(তথ্যসূত্র- বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)