বাংলাদেশের 'দোদুল্যমান' তিন নম্বরে কে?
গত বছর নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি ও শ্রীলঙ্কার সঙ্গে দুইটি টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাব্বির রহমান। দক্ষিণ আফ্রিকা সিরিজের দুইটি টি-টোয়েন্টিতে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর এই বছর ত্রিদেশীয় সিরিজে সাকিব ওয়ানডেতেও উঠে এলেন তিনে, তবে টি-টোয়েন্টি সিরিজের আগেই চোট পেয়ে ছিটকে গেলেন। পুরোনো সমস্যায় নতুন করে পড়লো বাংলাদেশ- এবার ত্রাতা হয়ে এলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার সঙ্গে দেশের মাটিতে দুইটি টি-টোয়েন্টিতে তিনে খেলেছেন মুশফিকই। তবে প্রস্তুতি ম্যাচে তিনে খেলেছেন সাব্বির, মুশফিক চারে। নিদাহাস ট্রফিতে তিন নম্বরে খেলবেন কে? সাব্বির, মুশফিক নাকি লিটনের মতো নতুন কেউ?
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের এই তিন নম্বরে তাদের বিবেচনাকে বলছেন ‘দোদুল্যমান’। মূলত সাব্বিরের পড়তি ফর্মেই সমস্যার শুরু এখানে, সেই ফর্মটা এখনও খুঁজে ফিরছেন তিনি। দলের সবাই অবশ্য সাব্বিরকে ‘সমর্থন’ দিচ্ছেন বলেই জানালেন মাহমুদউল্লাহ, ‘তিন নম্বরের পজিশনে অনেকদিন ধরেই বিবেচনা দোদুল্যমান অবস্থায় আছে। আমার মনে হয় তিন নম্বরে সাব্বির ভাল করছিল, সাম্প্রতিক সময়ে রান করতে পারেনি সেভাবে। সবারই এমন অবস্থা যায়। আমি বিশ্বাস করি, আমর সবাই ওকে সমর্থন দিয়ে যাচ্ছি।’
শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টির দল থেকেই বাদ পড়েছিলেন সাব্বির। তবে নিদাহাস ট্রফির দলে ফিরে এসেছেন, অবশ্য রানখরার ফাঁড়াটা কাটেনি তার। প্রস্তুতি ম্যাচেও নিজের পড়তি ফর্মটা টেনে এনে ১০ বল খেলে করেছেন ১ রান। সাব্বির খেলেছিলেন তিনেই।
আর চারে নেমে যাওয়া মুশফিক রানের দেখা পেয়েছেন, করেছেন ৪৪ বলে ৬৫ রান। সাব্বির-মুশফিক ছাড়াও বাংলাদেশ অধিনায়ক তিনে আরেকজনের সম্ভাবনার কথা বলছেন। প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছিলেন লিটন, ১৮ বলে করেছেন ৪০ রান।
‘কালকেই দেখতে পাবেন, আমরা কাকে খেলাচ্ছি। কারণ প্রস্তুতি ম্যাচে লিটনও অনেক ভাল ব্যাটিং করেছে। তো আমরা সেরা একাদশটা এখনও ঠিক করছি।’