• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    হঠাৎ রাবাদা ঝড়ে এলোমেলো অস্ট্রেলিয়া

    হঠাৎ রাবাদা ঝড়ে এলোমেলো অস্ট্রেলিয়া    

    পোর্ট এলিজাবেথ টেস্ট, ১ম দিনশেষে 
    অস্ট্রেলিয়া ১ম ইনিংস ২৪৩ অল-আউট (ওয়ার্নার ৬৩, ব্যানক্রফট ৩৮, পেইন ৩৬, রাবাদা ৫/৯৬, এনগিডি ৩/৫১, ফিল্যান্ডার ২/২৫)
    দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ৩৯/১* (রাবাদা ১৭*, এলগার ১১*, কামিন্স ১/৯)
    দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট নিয়ে ২০৪ রানে পিছিয়ে 


    আলোচনায় ছিলেন ডেভিড ওয়ার্নার, তিনি করলেন ফিফটি। আলোচনায় ছিলেন কুইন্টন ডি কক, উইকেটকিপিংয়ে তিনি ক্যাচ নিলেন চারটি। তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সব আলো কেড়ে নিলেন কাগিসো রাবাদা, ডিমেরিট পয়েন্ট নিয়ে যিনি ১ম টেস্টের আগে থেকেই আলোচনায়। ৮ ওভারের এক বিধ্বংসী স্পেলে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং মেরুদন্ড ভেঙে দিয়েছেন তিনি। তার ঝড়েই ১৬১ রানে উইকেট থেকে হঠাৎ করে ১৮২ রানে ৮ উইকেট পরিণত হয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ১ম ইনিংসে ২৪৩ রানের বিপরীতে দিনশেষে ১ উইকেট ৩৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। 

    পোর্ট এলিজাবেথে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন স্টিভেন স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে সকালে সামাল দিতে হয়েছে ভারনন ফিল্যান্ডারের ভয়ঙ্কর এক স্পেলকে। ৭ ওভারে ৩ মেইডেনে ৫ রান দিয়েছিলেন ফিল্যান্ডার, তবে তাকে উইকেটবঞ্চিতই রেখেছিলেন অস্ট্রেলিয়ান দুই ওপেনার। ফিল্যান্ডারকে বিশ্রাম দিলেন ডু প্লেসি, এবার মেলে ধরলেন ওয়ার্নার-ব্যানক্রফট। লাঞ্চের আগেই ফিফটি হলো ওয়ার্নারের, তবে অফস্টাম্পের বাইরের বল তাড়া করার অভ্যাসটাই কাল হয়ে দাঁড়াল ব্যানক্রফটের। লাঞ্চের আগে দক্ষিণ আফ্রিকা ব্রেকথ্রু পেল ফিল্যান্ডারের হাতেই, অফস্টাম্পের বাইরে তাড়া করতে গিয়ে এজড ব্যানক্রফট, করেছেন ৩৮ রান। 

    লাঞ্চের পরপর উসমান খাওয়াজাকেই পেছনে ক্যাচ দিতে বাধ্য করলেন ফিল্যান্ডার, আর লুঙ্গি এনগিডির পেসে ভড়কে গিয়ে বোল্ড ৬৩ রান করা ওয়ার্নার। স্টিভ স্মিথ ও শন মার্শ খেলছিলেন দেখে শুনেই, অস্ট্রেলিয়ার অনেকখানি নির্ভর করছিল এই জুটির ওপরই। 

    ত্রাস হয়ে এলেন রাবাদা। ৪৪ রানের জুটি ভাঙলো মিডল স্টাম্পের সামনে প্লাম্ব স্মিথকে দিয়ে, অযথা রিভিউটাই শুধু খরচ করে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। উদযাপন করতে গিয়ে স্মিথের কাঁধে লেগে গেছে রাবাদার- এর জন্য ম্যাচ রেফারি তলব করবেন কিনা- প্রশ্ন সেটাই!

    রাবাদার পরের ওভারে শন মার্শও এলবিডাব্লিউ প্রায় একইভাবেই, পার্থক্য বলতে তার নেওয়া রিভিউটা বাঁচলো আম্পারস কল হয়ে। অসুস্থ বোধ করায় মিচেল মার্শের আগে এসেছিলেন টিম পেইন, তবে ছোট মার্শ বিশ্রামের সময় পেলেন না তেমন। ভাইয়ের উইকেটের ওভারেই শরীর থেকে দূরে দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে তিনিও হলেন এজড। মার্শ ও কামিন্সের উইকেটের মাঝে ছিল চা-বিরতি, কামিন্সও দিয়েছেন ডি ককের গ্লাভসেই ক্যাচ। 

    স্টার্ককে বোল্ড করে ক্যারিয়ারে ৮ম বার ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেছেন রাবাদা। ১৮২ রানে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যেন ফিরিয়ে আনলো ডারবানের প্রথম ইনিংসের দক্ষিণ আফ্রিকাকে, তবে এরপর একটু হতাশা উপহার দিলেন টিম পেইন। ন্যাথান লায়নকে নিয়ে ৩০ ও জশ হ্যাজলউডকে নিয়ে গড়লেন ৩১ রানের জুটি। এনগিডির বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন পেইন, তার আগে নিজে করেছেন দারুণ মূল্যবান ৩৬ রান। 

    ব্যাটিংয়ে কামিন্সের বলে প্লাম্ব হয়েছেন এইডেন মার্করাম, শেষবেলায় দক্ষিণ আফ্রিকার ওপর ভর করা এই চাপ বেশ আলগা করে দিয়েছেন নাইটওয়াচম্যান রাবাদা। ১৪ বলে ৪ চারে করেছেন ১৭ রান, বোলিংয়ের মতো শেষবেলায় অস্ট্রেলিয়ার ওপর ব্যাটিংয়েও তোপ হানলেন রাবাদাই!