ব্যাটসম্যানদের থেকে আরও ভালোকিছুর প্রত্যাশা তাসকিনের
খেলা ১২০ বলের, এর মাঝে ৫৭ টিই ডট! নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং খানিকটা হতাশই করেছে ভক্তদের। ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। তাসকিন আহমেদ আজকের ম্যাচে ব্যাটসম্যানদের থেকে আরও ভালোকিছুই প্রত্যাশা করছেন।
প্রেমাদাসার ব্যাটিং সহায়ক পিচে তামিম-সাব্বিররা করেছিলেন মাত্র ১৩৯। সেই লক্ষ্য অনায়াসেই টপকে গেছে রোহিত শর্মারা। ব্যাটসম্যানরা আজ বোলারদের লড়াই করার বড় পুঁজি এনে দেবেন বলেই আশা তাসকিনের, ‘ওই পিচে ১৭০-১৮০ রান অনায়াসেই উঠত। আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে, ২৫-৩০ রান বেশি হলে ফলাফল অন্যরকমও হতে পারত। সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষের চেয়ে একধাপ এগিয়ে থেকে আমাদের ভাবতে হবে। এমন পিচে বড় স্কোর না দাড় করালে ম্যাচ জেতা কঠিন কাজ। শ্রীলংকার বিপক্ষে আশা করি এমনটা হবে না।’
শুধু ব্যাটসম্যান নয়, বোলাররাও দলকে সিরিজে ফেরাতে সাহায্য করবেন বলেই মানছেন তাসকিন, ‘আমার বিশ্বাস আমরা সিরিজে ফিরল। সেটার জন্য ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও পারফর্ম করতে হবে। সাম্প্রতিক সময়ে ওয়ালশের সাথে সপ্তাহব্যাপী ক্যাম্প হয়েছে ফাস্ট বোলারদের, চম্পকা রমানায়কও সাহায্য করছেন। সবাই ভিন্ন ভিন্ন কৌশল অনুশীলন করছে। মুস্তাফিজও পিএসএল খেলে এসেছে, সেও ভালো ফর্মে আছে। ঠিক জায়গায় বল করতে পারাটাই আসল লক্ষ্য।’