মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে আটক শ্রীলঙ্কান ক্রিকেটার
মাতাল অবস্থায় গাড়ি চালানো ও লাঞ্ছনার অভিযোগে শ্রীলঙ্কান ক্রিকেটার রামিথ রামবুকওয়েলাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার রাতে কলম্বোর নাওয়ালা রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। দুইজন বিশ্ববিদ্যালয় ছাত্র রামবুকওয়েলার লাঞ্ছনার শিকার বলে জানা গেছে। শনিবার আদালতে হাজির করা হবে তাকে।
এমন ঝামেলায় অবশ্য এবারই প্রথম জড়ালেন না রামবুকওয়েলা। ১৮ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার তাকে পুলিশি হেফাজতে নেওয়া হলো। ২০১৬ সালের সেপ্টেম্বরে কলম্বোতেই গাড়ি দূর্ঘটনার পর গ্রেফতার করা হয়েছিল তাকে। আর ২০১৩ সালে অদ্ভুত এক কান্ড ঘটিয়েছিলেন- শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্যারিবীয় সফর থেকে ফেরার সময় বিমানের কেবিনের দরজার খুলতে চেয়েছিলেন তিনি ভূমি থেকে ৩৫ হাজার ফুট উচ্চতায়!
তবে রামবুকওয়েলা তখন ব্যাখ্যা দিয়েছিলেন, তিনি আধা-জাগরণ অবস্থায় ছিলেন, কেবিনের দরজাকে ভেবেছিলেন টয়লেটের দরজা। সে ঘটনায় তাকে জরিমানা করা হয়েছিল। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময়ও শৃঙ্খলাজনিত কারণে আলোচিত ছিলেন তিনি।
অভিযোগ প্রমাণিত হলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড শাস্তির ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা। শ্রীলঙ্কার হয়ে ২টি টি-টোয়েন্টি খেলেছেন এই অফস্পিনার, ২০১৬ সালে খেলেছেন শেষ ম্যাচটি। ঘরোয়া ক্রিকেটে অবশ্য তিনি নিয়মিত মুখ। তার বাবা আবার শ্রীলঙ্কা সরকারের একজন মন্ত্রী ও সংসদ সদস্য। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় একজন মুখপাত্র ছিলেন তিনি। .