• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    দুই ম্যাচ নিষিদ্ধ চান্ডিমাল

    দুই ম্যাচ নিষিদ্ধ চান্ডিমাল    

    স্লো ওভার-রেটের কারণে দুইটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চান্ডিমাল। ভারত ও বাংলাদেশের সঙ্গে নিদাহাস ট্রফির পরের দুই ম্যাচে তাই খেলতে পারবেন না তিনি। 

    বাংলাদেশের সঙ্গে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার কম করেছে শ্রীলঙ্কা, ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই নিষেধাজ্ঞার সঙ্গে ম্যাচ ফির ৬০ শতাংশও কেটে নিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটারদের।  

    ওভার-রেটের এই শ্লথগতির কারণে চান্ডিমাল এক টেস্ট, বা দুইটি ওয়ানডে, বা দুইটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হতেন। নিয়ম হলো, যে ফরম্যাট আগে থাকবে, শাস্তি কার্যকর হবে সেটাতেই।  

    প্রথম ম্যাচে ভারতের সঙ্গে জিতলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গে ২১৪ রান করেও ৫ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। চান্ডিমালের জায়গায় কে অধিনায়কত্ব করবেন- তা নিশ্চিত হয়নি। 

    চান্ডিমালের সঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ করে কেটে নেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদেরও, আর অধিনায়ক মাহমুদউল্লাহর কাছ থেকে নেওয়া হয়েছে ২০ শতাংশ। আগামি এক বছরের মাঝে আবার এই কাজ করলে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে তাকেও।