• " />

     

    মাঠে বন্দুক নিয়ে ঢুকে গেলেন ক্লাব প্রেসিডেন্ট!

    মাঠে বন্দুক নিয়ে ঢুকে গেলেন ক্লাব প্রেসিডেন্ট!    

     

    ৮৯ মিনিটে কর্নার থেকে গোল পেয়ে জয়ের সুবাস পাচ্ছিল তারা। প্যান থেসালোনিয়ান অ্যাথলেটিক ক্লাব অফ কন্সটান্টিনপোলিয়ান্টসের ফুটবলার ও ম্যানেজমেন্টের বাঁধভাঙ্গা উল্লাস নিমিষেই মিলিয়ে গেছে রেফারির সিদ্ধান্ত পরিবর্তনে। অফ সাইডের অভিযোগে রেফারির এমন সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি প্যান থেসালোনিয়ান প্রেসিডেন্ট ইভান সাভিদিস। ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে মাঠে বন্দুক নিয়ে ঢুকে পড়েন! শেষ পর্যন্ত দুই পক্ষের হাতাহাতিতে বাতিল করা হয় ম্যাচটি।

     

     

    গ্রিক লিগে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিক ইউনিয়ন অফ কন্সটান্টিনপোলের মাঠে খেলতে গিয়েছিল প্যান থেসালোনিয়ানরা। ম্যাচের অন্তিম মুহূর্তে পাওয়া সেই গোলে পয়েন্ট তালিকায় অ্যাথলেটিক ইউনিয়নকে পেছনে ফেলতে পারত তারা। তবে প্রতিপক্ষের ফুটবলারদের আবেদনের কারণে সহকারিদের সাথে আলোচনা করে গোল বাতিল করেছিলেন রেফারি জর্জিয়াস কমিনিস। সেটাই মানতে পারেননি প্যান থেসালোনিয়ান প্রেসিডেন্ট সাভিদিস।

    ৯০ মিনিটের মাথায় আরও কয়েকজনকে নিয়ে মাঠে ঢুকে পড়েন। রেফারির সামনে গিয়ে কোমরে রাখা বন্দুক বের করার প্রস্তুতিও নিচ্ছিলেন! কমিনিসের দিকে তেড়েফুঁড়ে গিয়ে বলেন, ‘তোমার রেফারিং ক্যারিয়ার আজকেই শেষ!’ তাকে বহু কষ্টে সেখান থেকে সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। 

    সাভিদিসের হুমকিতে সহকারি রেফারিদের নিয়ে দ্রুতই মাঠ ছাড়েন কমিনিস। ম্যাচটিও আগামী রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। গ্রিক ফুটবল অ্যাসোসিয়েশন এরই মাঝে এই ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে।