৭-১০ দিনের মাঝে 'স্পোর্টিং অ্যাকটিভিটি'তে ফিরতে পারেন সাকিব
৭-১০ দিনের মধ্যে “স্পোর্টিং অ্যাকটিভিটি”তে সাকিব আল হাসান ফিরতে পারবেন বলে আশা করছে বিসিবি, তবে এটা নির্ভর করছে চিকিৎসক কর্তৃক প্রদত্ত ইনজেকশন কতখানি কার্যকরী হয় তার ওপর। আঙুলের চোটের চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। আজ কিছুক্ষণ অনুশীলনও করেছেন মিরপুরে, সময় কাটিয়েছেন ইনডোরেও।
‘৯ তারিখ মেলবোর্নের হাতের বিশেষজ্ঞ-চিকিৎসক ডেভিড হয়ের সাথে সাকিবের অ্যাপয়েনমেন্ট ছিল। ওখানে পরীক্ষা-নিরীক্ষার পর উনি সিদ্ধান্ত নেন, এরপর নতুন কোনও পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই,’ বলেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
‘উনি প্রদাহবিরোধী একটি ইনজেকশন দিয়েছেন, উনি আশা করছেন এই ওষুধটা ধীরে ধীরে কার্যকর হবে। যদি সেটা হয়, ৭-১০ দিনের মধ্যে সে পুরোপুরি “স্পোর্টিং অ্যাকটিভিটি”তে ফিরতে পারবে। ব্যাথা অনেকটাই কম এখন। সামগ্রিক অগ্রগতিটাও ইতিবাচক। এভাবে চললে ওই সময়ের মধ্যেই স্পোর্টিং অ্যাকটিভিটিতে ফিরতে পারবে সে।’
তবে ম্যাচ খেলার মতো ফিট হতে আরেকটু বেশি সময় লাগবে সাকিবের, দেবাশীষ বলছেন এমনই, ‘স্পোর্টস অ্যাকটিভিটিতে ফেরা আর ম্যাচ ফিটনেসের মধ্যে পার্থক্য আছে। ম্যাচ ফিটনেসের জন্য আরেকটু সময় নিতে হবে। কেননা মনত্তাত্বিক একটা ব্যাপার কিন্তু থেকেই যায়। সেটা অবশ্যই সাকিব সিদ্ধান্ত নিবে। তবে আমরা চেষ্টা করছি আপাতত স্পোর্টিং ফিটনেস ফিরিয়ে আনতে।’