• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    রাবাদার নিষেধাজ্ঞা মানতে পারছেন না ডু প্লেসি

    রাবাদার নিষেধাজ্ঞা মানতে পারছেন না ডু প্লেসি    

    দুই ইনিংসের বল হাতে আগুন ঝরিয়েছেন। ১১ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ, হয়েছেন ম্যাচ সেরাও। সেই কাগিসো রাবাদাই কিনা নিষেধাজ্ঞার খড়গে পড়ে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না। প্রথম ইনিংসের রাবাদার সেই উদযাপনের ঘটনায় ডিমেরিট পয়েন্ট পাওয়া নিয়ে ভীষণ নারাজ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি।

    স্টিভেন স্মিথকে আউটের পর রাবাদার উদযাপন নিয়ে তদন্ত করেছে ম্যাচ রেফারি ও আইসিসি। ম্যাচ চলার সময়েই তদন্ত শেষে জানানো হয়, দুই বছরের মাঝে ৮ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় পরের দুই টেস্টে মাঠের বাইরের থাকতে হবে রাবাদাকে।

     

     

    আইসিসির এই শাস্তিটা মানতে পারছেন না ডু প্লেসি, ‘আমরা ব্যাপারটা নিয়ে একটু বেশিই কথা বলছি। দল হিসেবে অস্ট্রেলিয়ার সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই। রাবাদা ১৫ ওভার টানা বোলিং করে উইকেট নেওয়ার চেষ্টা করছে, এরপর উইকেট পেলে কী সে একটু উদযাপনও করতে পারবে না? তাহলে তো সবাইকে রোবট হয়ে থাকতে হবে! এটা তো টেস্ট ক্রিকেটের জন্য ভালো না।’

    স্মিথ-রাবাদার মাঝে যা হয়েছে, সেটা কোনো শাস্তি পাওয়ার মতো বিষয় নয় বলেই ধারণা ডু প্লেসির, ‘আগের ম্যাচে ওয়ার্নারকেও লেভেল-২ ভঙ্গের কারণে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। রাবাদাকেও একই লেভেল শাস্তি পেটে হচ্ছে। কিন্তু দুইটা ঘটনা সম্পূর্ণ আলাদা, রাবাদার উদযাপনে বাড়াবাড়ি ছিল না। দুজনের শারীরিক কোনো সংঘর্ষও হয়নি! কিন্তু আমার এসব বলে আর কী হবে, আমি তো আর আইসিসির কর্মকর্তা নই!’