• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'প্রতি ৫০ বছরে মেসির মতো ফুটবলার জন্মায়'

    'প্রতি ৫০ বছরে মেসির মতো ফুটবলার জন্মায়'    

     

    ন্যু ক্যাম্পের সেই বিশাল ব্যানারটা নিশ্চিতভাবেই চোখে পড়েছিল তার। ব্যানারে লেখা ‘গড সেভ দা কিং’, মাঝে পিএসজির বিপক্ষে লিওনেল মেসির সেই ঐতিহাসিক উদযাপনের ছবি। চেলসি কোচ আন্তোনিও কি তখন আঁচ করতে পেরেছিলেন ম্যাচে কী হতে যাচ্ছে? হয়ত পেরেছিলেন, হয়ত পারেননি। অতিমানবীয় পারফরম্যান্সের রাতে ‘কিং’ মেসির কাছেই হারল চেলসি। মেসিতে মুগ্ধ কন্তে বলছেন, প্রতি ৫০ বছরে মেসির মতো ফুটবলার জন্ম নেন।

     

     

    নিজে করেছেন দুই গোল, উসমান ডেম্বেলেকে দিয়ে করিয়েছেন আরেকটি। ৩-০ গোলের জয়ের ম্যাচে সবটুকু আলো কেড়ে নিয়েছিলেন মেসিই। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ছুঁয়েছেন চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের মাইলফলক। রোনালদোর চেয়ে অবশ্য ১৪ ম্যাচ কম খেলেই গোলের সেঞ্চুরি পেয়েছেন লিও।  

    মেসিকে বিশ্বের সেরা মেনে নিতে কোনো দ্বিধা নেই কন্তের, ‘মেসি এক কথায় অবিশ্বাস্য! সে নিঃসন্দেহেই পৃথিবীর সেরা ফুটবলার। হোক সে আমার প্রতিপক্ষ, কিন্তু তার প্রশংসা করার সুযোগ এলে অবশ্যই করা উচিত। আমরা এমন একজনের কথা বলছি যে প্রতি মৌসুমেই ৫০-৬০ টি করে গোল করে। প্রতি ৫০ বছরে তার মতো ফুটবলার জন্ম নেয়।’

    মেসিকে আটকাতে চেলসির কোনো পরিকল্পনাই সফল হয়নি, মানছেন কন্তে, ‘মেসি একাই ম্যাচের দৃশ্যপট বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাঁকে বহু ক্লাব কেনার চেষ্টা করেছে। কিন্তু আমার বিশ্বাস মেসি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবে। বার্সা ও মেসির গল্পটা অসাধারণ।’