• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    ফিল্যান্ডারের 'বিতর্কিত' টুইট করেছিল হ্যাকাররাই!

    ফিল্যান্ডারের 'বিতর্কিত' টুইট করেছিল হ্যাকাররাই!    

    গতকাল তার সেই টুইট বিতর্কের ঝড় তুলেছিল। স্টিভ স্মিথের বিপক্ষে 'আপত্তিকর' উদযাপনের জন্য দুই টেস্ট নিষিদ্ধ হওয়া কাগিসো রাবাদার পক্ষেই অবস্থান নিয়েছিলেন ভার্নন ফিল্যান্ডার। রাবাদার পাশাপাশি স্মিথকেও সমানভাবে দায়ী করেছিলেন দক্ষিণ আফ্রিকা পেসার। তবে আজ ফিল্যান্ডার বলছেন, হ্যাকাররাই নাকি এই টুইট করেছিল!

     

    দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের জয়ের নায়ক রাবাদাকে ডিমেরিট পয়েন্ট দিয়ে সিরিজের শেষ দুই টেস্টে নিষিদ্ধ করেছে আইসিসি। যে স্মিথকে আউট করার ঘটনায় এই শাস্তি, সেই স্মিথও নাকি রাবাদাকে ধাক্কা দিয়েছিলেন, অভিযোগ ছিল ফিল্যান্ডারের, ‘স্মিথও রাবাদাকে ধাক্কা দিয়েছিল। এটা করার তো কোনো দরকার ছিল না তাইনা? রাবাদা যদি দোষী হয় তাহলে সেও দোষী। সে কি ফুটবলের মতো ডাইভ দিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা করছিল নাকি!’

     

     

    ফিল্যান্ডারের এই টুইট নিয়ে শুরু হয় সমালোচনা। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম তো তাকে রীতিমত ধুয়েই দিয়েছে। ফিল্যান্ডার সেই টুইটের দায়ভার না নিয়ে দোষটা হ্যাকারদের ওপরেই চাপাচ্ছেন, ‘সকালে উঠে দেখি আমার প্রোফাইলে এরকম একটা টুইট! আমার অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছিল, তারাই এই টুইট করেছে। এই টুইট নিয়ে এখন পর্যন্ত যা হয়েছে সেটার জন্য দুঃখিত।’