• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    'মাঠের ব্যাপার মাঠেই রেখে আসা উচিৎ'

    'মাঠের ব্যাপার মাঠেই রেখে আসা উচিৎ'    

    নাটকীয়, রোমাঞ্চকর। টি-টোয়েন্টি যেন সবকিছু নিয়ে হাজির হয়েছিল আর প্রেমাদাসায়। নো-বল নিয়ে ধোঁয়াশায় একসময় তো মাঠই ছেড়ে আসতে চেয়েছিলেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। এরপর সব ছাপিয়ে নায়ক মাহমুদউল্লাহ, বিজয়ী সাকিব আল হাসানের দল, তামিম ইকবালদের দল। ম্যাচশেষে তারাই জানিয়েছেন অভিব্যক্তি…..


    সাকিব আল হাসান

    এমন ম্যাচ নিয়ে...

    ‘এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না! একটা টি-টোয়েন্টি ম্যাচে যা যা দরকার, তার সবটাই ছিল আজ। রোমাঞ্চ, আবেগ, শিহরণ সবই ছিল আজ। আমরা ভাগ্যবান যে ম্যাচটা জিততে পেরেছি। শ্রীলংকা ৫ উইকেট হারানোর যেভাবে খেলেছে সেটাও ছিল অসাধরণ। বিশেষ করে কুসল আর থিসারা অসাধারণ খেলেছে।  তামিম আর মাহমুদুল্লাহ তাদেরকে অভিনন্দন। তারা যেভাবে খেলেছে সেটা ছিল বিশেষ কিছু।’ 

    শ্রীলঙ্কার সঙ্গে প্রতিযোগিতায় বাড়তি কিছু…

    ‘নাহ এমন কিছু না। শ্রীলংকার সাথে আমাদের প্রতিযোগিতাটা সবসময়ই ছিল। কিন্তু সেটা মাঠে কেবল মাঠেই। এর বাইরে আমরা আসলে বন্ধু। মাঠের ব্যাপারটা মাঠেই শেষ করা উচিত। বাকি সময়ে যাতে আমরা বন্ধু হয়ে থাকতে পারি।’ 

    অধিনায়ক হিসেবে আচরণ…

    ‘আবেগ অনেক সময় নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসব আসলে হতেই পারে। তবে একজন অধিনায়ক হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত।’ 

    ফাইনালে প্রত্যাশা…

    ‘ভারতের সাথে ম্যাচটা ভালো হবে আশা করি। ওরা বেশ ভালো খেলছে। আমরাও বেশ ছন্দে আছি। আশা করছি একটা ভালো খেলা উপহার দিতে পারব। পরের ম্যাচে আশা করি শ্রীলংকার দর্শকেরাও আমাদের সমর্থন যোগাবে যাতে আমরা ম্যাচটা জিততে পারি।’

    মাহমুদউল্লাহ রিয়াদ…

    আমার সেরা ইনিংসগুলির একটি। যখন সাকিব দলে ফিরে এল, এটা অনেক বড় অনুপ্রেরণা ছিল। পরিকল্পনা ছিল, যতো জোরে পারি মারব। সাকিব আউট হওয়ার পর অবশ্য চাপে পড়েছিলাম। আর ধোঁয়াশা তৈরি হয়েছিল, এটা প্রথম বাম্পার ছিল। কিন্তু আমাদের এসব ভুলে যাওয়া উচিৎ, খেলায় এসব হয়।’ 


    তামিম ইকবাল…

    ‘খুবই আবেগময় সমাপ্তি। আমরা স্কয়ার লেগ আম্পায়ারকে নো-বল দিতে দেখেছি, এটা নিয়েই অভিযোগ করছিলাম। (নো হলে) আমরা ভালভাবে শেষ করতে পারতাম। তবে আমরা এই ঘটনা নিয়ে আর জলঘোলা করবো না। আমি ভাল একটা কাজ করেছি (ব্যাটিংয়ে), তবে আরও কিছুক্ষণ থাকতে পারতাম। তবে আমরা জিতেছি, সব ভুলে গিয়েছি তাই।’