• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    দুঃখ প্রকাশ করলো বিসিবি

    দুঃখ প্রকাশ করলো বিসিবি    

    শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ দলের আচরণ ক্রিকেট মাঠে অগ্রহণযোগ্য ছিল বলে মানছে বোর্ড। আমরা বুঝতে পারছি, ঘটনাগুলি এমনভাবে প্রকাশিত হয়েছে ম্যাচের গুরুত্ব ও চাপের কারণে। তবে ম্যাচের এমন টানটান উত্তেজনার সময় পেশাদারিত্বের প্রত্যাশিত মাত্রা প্রদর্শিত হয়নি। ক্রিকেটের চেতনা ধরে রাখতে বাংলাদেশ দলের সদস্যদের সবসময় তাদের দায়িত্ব মনে করিয়ে দেওয়া হয়।’ 

    ‘বিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেটের মাঝে দীর্ঘস্থায়ী এক সম্পর্ক রয়েছে, যেটা দুই পক্ষেরই সমর্থন ও সহযোগিতার গভীরে প্রোথিত। দুই পক্ষের ক্রিকেটাররাই এই দারুণ সম্পর্ক ভাগাভাগি করবেন, যেটা দিন দিন আরও শক্তিশালি হবে।’ 

    ‘আমরা অসাধারণ আয়োজনের নিদাহাস ট্রফির দারুণ একটা সমাপ্তি দেখতে মুখিয়ে আছি। এটা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল, সারা বিশের ক্রিকেট দর্শকরা যা ভালভাবে নিয়েছেন। সব প্রশংসা শ্রীলঙ্কা ক্রিকেটেরই প্রাপ্য। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে বাংলাদেশ দল গর্বিত।’  

    শ্রীলঙ্কার স্বাধীনতা ও শ্রীলঙ্কা ক্রিকেটের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে নিদাহাস ট্রফি। সেটারই ফাইনালে রবিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।