• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    'শিরোপা না জিতলে ভারতের সাথে ‘অন্যায়’ হতো'

    'শিরোপা না জিতলে ভারতের সাথে ‘অন্যায়’ হতো'    

    ফাইনালের আগে বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে হার কিছুতেই মানতে পারবেন না। প্রেমাদাসায় কিন্তু সাকিব-মুশফিকদের বিপক্ষে হারের একবারে দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল ভারত। অবিশ্বাস্য এক ইনিংসে দলকে শিরোপা জিতিয়েছেন সেই দিনেশ কার্তিকই। তার দুর্দান্ত সব শটেই মিলিয়ে গেছে বাংলাদেশের জয়ের স্বপ্ন। কার্তিক বলছেন, শিরোপা না জিতলে সেটা ভারতের সাথে ‘অন্যায়’ হতো।

    ১২ বলে দরকার ৩৫, স্ট্রাইকে সদ্যই ব্যাটিংয়ে নামা কার্তিক। প্রথম বলেই লং অনের ওপর দিয়ে রুবেলকে মারলেন ছয়। পরের বলে চার, তৃতীয় বলে আবারও ছয়। ওভারের শেষ বলে আবারও চার। রুবেলের এই ওভারেই ম্যাচে জয়ের স্বপ্ন আবারও জেগে ওঠে ভারতের। ইনিংসের শেষ ওভারে সৌম্য সরকারের শেষ বলে ছয় মেরে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কার্তিক।

     

     

    গত কয়েক সপ্তাহের অনুশীলনের ফসল এই শটগুলো, জানালেন কার্তিক, ‘আমি অনেকদিন ধরেই এরকম শট অনুশীলন করছি। জায়গায় দাঁড়িয়ে শটগুলো খেলা কঠিন। সঠিক সময়ে এটা কাজে লেগেছে, এটাতেই খুশি। দলের সবাই আমাকে যে সমর্থন জুগিয়েছে, সেটার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

    এই টুর্নামেন্টে বিশ্রামে ছিলেন কোহলি-ধোনিসহ নিয়মিত আরও কিছু মুখ। তবে তরুণদের নিয়ে গড়া দল তাদের অভাবটা বুঝতে দেয়নি। ভারত ট্রফি না জিতলে সেটা ‘অন্যায়’ হতো বলেই মানছেন কার্তিক, ‘পুরো সিরিজে আমরা যেভাবে খেলেছি, ট্রফি না জিতলে সেটা আমাদের সাথে অন্যায় হতো। দলের তরুণদের প্রশংসা করতেই হয়।’